সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ষ্টার ও আমাদের প্ৰিয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yujbendra Chahal)এর স্ত্রী ধনশ্রী বর্মা(Dhanashree Barma)কে ভারতীয় জনপ্রিয় ক্রিকেটার শ্রেয়াশ আইয়ার (Shreyas Iyer)সঙ্গে একটি ভিডিওতে দেখা যায়। সেই থেকে গুজব ছড়ায় যে ধনশ্রী বর্মা এবং শ্রেয়াস আইয়ার দুজনে একে অপরের সঙ্গে গোপন সম্পর্কে (Dhanashree Verma and Shreyas Iyer relation) রয়েছে।
ধনশ্রী বর্মা কে? Who is Dhanashree Varma?:
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার প্রথম সারিতে রয়েছেন ধনশ্রী বর্মা। ক্রিকেটার চাহালের বাগদত্তা। ধনশ্রী বর্মা একজন চিকিৎসক হলেও তিনি বিখ্যাত মূলত নাচের জন্য। তিনি একজন কোরিওগ্রাফার। মুম্বাইতে তার একটি নাচের স্কুল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয় তার ইউটিউব চ্যানেলে 15 লক্ষর বেশি সাবস্ক্রাইবার রয়েছে ইনস্টাগ্রামেও তার ফলোয়ারের সংখ্যা প্রচুর।
শ্রেয়াশের সঙ্গে ধনশ্রী কেনো নাচলেন?:
শ্রেয়াশের সঙ্গে তার ছবি থাকলেও তাদের মধ্যে কোন সম্পর্ক নেই। একটি বিজ্ঞাপন শুটের জন্য তারা একে অপরের কাছাকাছি এসেছিলেন। তাদের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে নানারকম গুঞ্জন শুরু হয়েছে। ধনশ্রী নৃত্যশিল্পী হলেও শ্রেয়সও নাচে কম যান না।
CWC 2023 তে শ্রেয়স:
চাহাল বিশ্বকাপের দলে না থাকলেও, শ্রেয়স বিশ্বকাপে দারুন ফর্মে রয়েছে। ভারতের ৪ নং পজিশনে নির্ভরতা জোগাচ্ছে। এটাই এতদিন ভারতের কাছে সমস্যা ছিল। চোট থেকে ফিরে এসে শুরুটা ভালো না করলেও পরের দিকে দারুন পারফরমেন্স দিচ্ছেন। নেদারল্যান্ড এর বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এখনও অবধি ৯ ম্যাচ খেলে ৪২১ রান করেছেন। ৩ টি অর্ধশত ও ১ টি শত রান করেছেন। পরবর্তী সেমিফাইনাল ম্যাচ নিউজিল্যান্ড এর সাথে।সেমিফাইনাল ও পরে ফাইনালে এই রকম দুর্দান্ত পারফরমেন্স করে ভারতকে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জেতানোই তার মূল লক্ষ্য। সমগ্র ভারতবাসী তার পারফরমেন্স ধরে রাখার জন্য আশাবাদী।
Shreyas Iyer girl friend:
সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে গুজব শোনা যায় শ্রেয়াস আইআর ও নিকিতা শিব (Nikita Shib) এর প্রেমের সম্পর্কে। কিন্তু শ্রেয়স এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেরকম কিছু ঘোষণা করেননি। সুতরাং শ্রেয়াসের গার্লফ্রেন্ড যে নিকিতা শিব তা নিশ্চিত করে বলা যাবে না। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কমেন্ট দেখা যায়।
কে এই নিকিতা শিব?
নিকিতা শিব একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও একজন উদ্যোক্তা। তিনি তার উচ্চশিক্ষা লাভ করেন মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি( Manipal Institute of Technology) থেকে তারপর বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন এখন তিনি তার প্রতিষ্ঠিত ‘দি মানা নেটওয়ার্ক‘(The Mana Network) নিয়ে ব্যস্ত আছেন।