প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। TET Exam 2023 এ লাইনে দাঁড়িয়ে আর বায়োমেট্রিক দিতে হবে না এবং জলের বোতলের বিকল্প ভাবা হয়েছে। বায়োমেট্রিক কি ভাবে হবে? এবারে ৫০০ টাকা ফি কেন? এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল কি বলেছেন? সব প্রশ্নের উত্তর পাবেন এই প্রবন্ধে।
প্রাইমারি টেট ২০২২, ১১ই ডিসেম্বর হয়েছিল। সেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৯০ হাজার। তার মধ্যে কয়েক হাজার অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় বসে ছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী হওয়ার কারণে গত বছর অনেক পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল পরীক্ষার্থীদের।
কোথাও কোথাও বায়োমেট্রিকের অসুবিধা হয়েছিল। কোথাও বা জলের বোতল কিংবা গহনা নিয়ে সমস্যা হয়েছিল। এইসব অসুবিধার কথা মাথায় রেখে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে সেরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না।
২০২৩ সালের ১০ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষার (TET Exam 2023 )দিন ধার্য আছে। এবারের পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গেছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে প্রতি বছর টেট হচ্ছে কিন্তু তার কোন নিয়োগ হয়নি। তার ফলে প্রাথমিক টেট পরীক্ষা দিতে অনেকের অনীহা দেখা দিয়েছে। আবার কেউ কেউ বলছেন পরীক্ষার ফি বাড়ার জন্য পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম।
প্রাইমারী টেট অ্যাডমিট ২০২৩ কিভাবে ডাউনলোড করবেন?- রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
কিন্তু পর্ষদের দাবি এই মন্তব্য সঠিক নয়। তার কারণ গতবার টেটে বিএড এবং ডিএলএড প্রশিক্ষিতরা পরীক্ষায় বসতে পেরেছিলেন কিন্তু এবার (TET Exam 2023) শুধুমাত্র ডি এল এড বা ডিএড প্রশিক্ষিতরা পরীক্ষায় বসতে পারবেন। তাই এবারের আবেদনের সংখ্যা কিছুটা কমে গেছে।
গতবারে ফরম ফিলাপের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এবারে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া হয়েছে। সেই নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে পরীক্ষার্থীদের মনে।
গতবারে দক্ষিণ কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশন এ পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক পরীক্ষার্থী বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারেননি বলে অভিযোগ উঠেছিল। তাছাড়া পরীক্ষার আগে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর পরীক্ষা দেওয়াও অসুবিধা হয়েছে।
গৌতম পালের মন্তব্য অনুযায়ী সেই সমস্ত সমস্যা যাতে আবার না হয়, সে কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন- “এবার পরীক্ষার্থীরা জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে জলের পাউচ দেওয়া হবে। পরীক্ষার্থীরা যে যার নিজের জায়গায় বসে বায়োমেট্রিক হাজিরা দিতে পারবেন। ফেসিয়াল রিকগনিশন বা ফ্রিস্কিং বা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা, অলংকার পরে না আসা ইত্যাদি টেটে যে সমস্ত বিধি-নিষেধ ছিল, সেগুলোও এবার থাকছে। পরীক্ষার্থীদের যেন কোন অসুবিধা না হয় সেটা যেমন দেখা হচ্ছে, সেরকমই যতটা সম্ভব স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
1 thought on “Primary TET Exam 2023: এ বারে ৫০০ টাকা কেনো? পাল্টে গেলো নিয়ম!”