পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে WB TET Admit Card 2023 download । পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে WB Primary TET 2023 Exam Admit Card. পরীক্ষা হতে চলেছে আগামী ১০ ডিসেম্বর। অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন ২ ডিসেম্বর থেকে। কিভাবে এবং কোন লিংক থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার বিস্তারিত তথ্য দেওয়া হল।
WB Primary TET Admit Card 2023
প্রাইমারি টেট পরীক্ষা পরিচালনা করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) । পরীক্ষার প্রায় এক সপ্তাহ আগে ডাব্লিউ বি প্রাইমারি টেট এডমিট কার্ড ২০২৩ (WB Primary TET Admit Card 2023 download) উপলব্ধ হবে। আগামী ১০ ডিসেম্বর নির্ধারিত টেট পরীক্ষায় বসতে হলে অবশ্যই প্রয়োজন WB TET 2023 Admit Card। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট https//wbbpe
WB Admit Card 2023 কিভাবে ডাউনলোড করবে
কিভাবে ডব্লিউবি টেট এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড করবে তার বিস্তারিত নির্দেশাবলী পাওয়ার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে
- এডমিট ডাউনলোড করতে পর্ষদের ওয়েবসাইট www.wbbpeonline.com অথবা www.wbbprimaryeducation.org ভিজিট করতে হবে।
- এরপর ওয়েবসাইটের হোমপেজে গিয়ে প্রাইমারি টেট ২০২৩ (Primary TET 2023) অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে Admit Download Link টি পেয়ে যাবেন।
- এরপর প্রয়োজনীয় ডিটেইলস দিয়ে সাবমিট করলে এডমিটের ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
- ডাউনলোড হয়ে গেলে প্রিন্ট আউট নিয়ে নেবেন। পরীক্ষার দিন এই এডমিট কার্ড টি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন।
WB TET Admit Card 2023 এর তথ্য ভুল থাকলে কিভাবে ঠিক করবেন
পরীক্ষার্থীদের জানানো যায় যে এডমিট কার্ড হাতে পাওয়া মাত্র নিখুঁতভাবে পরীক্ষা করে নেবেন, কোথাও কোনো রকম ভুল আছে কিনা। কারো নামের বানান ভুল কিংবা পরীক্ষা কেন্দ্রের ঠিকানা ভুল কিংবা পরীক্ষার কেন্দ্রের ঠিকানা খুঁজে পাচ্ছেন না এই
Primary TET exam 2023: এবারে ফর্ম ফিলাপে ৫০০ টাকা কেনো? জানা গেলো কারণ!
ধরনের ভুল থাকলে অতিসত্বর ব্যবস্থা নিন। এডমিট কার্ডে যদি কোন রকম ত্রুটি বা ভুল থাকে তবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ কিংবা পরীক্ষা দিতে অসুবিধা হবে। তাই যে কোনো রকম ত্রুটি দ্রুত সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন একজন প্রার্থী WB TET 2023 Admit Card এর ত্রুটি সংশোধনের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে যোগাযোগ করতে নিচের দেওয়া পদক্ষেপ গুলি অনুসরণ করতে বলা হচ্ছে।
- Wbbpe এর দেওয়া কোয়ারি ফোরামে যান
- প্রার্থীর নাম মোবাইল নম্বর লিখুন এবং সমস্যার বিবরণ লিখুন
- আপনার সমস্যাটি পাঠাতে সাবমিট বাটনে ক্লিক করুন
- পর্ষদ আপনার সমস্যাটি পর্যালোচনা করবেন তারপর একটি আপডেট আপনাকে পাঠাবেন
WB TET 2023 Admit Card অনুযায়ী নিষিদ্ধ জিনিসপত্র
WB Primary TET এর পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে বিশদভাবে নিষিদ্ধ বিষয়গুলির উল্লেখ করা আছে। টেট প্রার্থীদের স্পষ্টভাবে পরামর্শ দেওয়া আছে যে যদি তারা উল্লিখিত বিষয়গুলি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান, তবে তাদের WB TET Exam 2023 থেকে অযোগ্য বলে ধরা হবে। নিচে উল্লেখ করা হলো কোন কোন বিষয়গুলি নিষিদ্ধ করা হয়েছে।
- নোটবুক বা লেখার প্যান্ট
- তামাকজাত দ্রব্য
- টাইম কিপিং ডিভাইস যেমন হাতঘড়ি বা স্মার্টওয়াচ
- মোবাইল ফোন বা স্মার্টফোন
- ক্যালকুলেটর
- লগ টেবিল
- ইউএসবি পেন ড্রাইভ
- ধাতব বস্তু
- প্রাইমারি টেট বুক বা নোট বুক
1 thought on “WB TET Admit Card 2023 download: কিভাবে ডাউনলোড করবেন। স্টেপ বাই স্টেপ পদ্ধতি।”