India squad for south africa tour: অধিনায়ক নিয়ে চমক দিলো ভারতীয় ক্রিকেট দল। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের (India squad for south africa tour) জন্য দল ঘোষণা করল বিসিসিআই।১০ ডিসেম্বর থেকে t২০ দিয়ে সিরিজ শুরু হবে। টেস্ট (test ), ওডিআই(odi), t২০ খেলা হবে।তিন ফর্ম্যাটে তিন জন আলাদা অধিনায়ক ঘোষনা করলো টিম ইন্ডিয়া।শোনা যাচ্ছিলো বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।এবার দল ঘোষণায় তা পরিষ্কার হয়ে গেল। ভুবনেশ্বর কুমার,ঈশান্ত, উমেশ, রাহানে, পূজারার জন্য জাতীয় দলের দরজা একপ্রকার বন্ধ ধরাই যায়। সুযোগ হয়নি হনূমা বিহারীরও। নতুন দের সুযোগ দিতে পুরানোদের বাদ দেওয়া হয়েছে।
সূর্য কুমার যাদবের নেতৃত্বে টি-২০ সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে টিম ইন্ডিয়া।জাদেজাকে সহ অধিনায়ক ঘোষনা করা হয়েছে।ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর আবার দক্ষিণ আফ্রিকাতে দেশকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। টি-২০ দলে ফিরেছেন শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজরা। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন দীপক চাহার। জায়গা পায়নি সঞ্জু স্যামসন।
টি-২০ স্কোয়াড:
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর , রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
ওডিআই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। দীর্ঘ দিন পর ফের আরও একবার ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে রাহুলকে।দীর্ঘদিন পর যুজবেন্দ্র চাহাল দলে ফিরলো। এছাড়া ওডিআই দলে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন, রজত পাতিদার, সঞ্জু স্যামসন ও দীপক চাহার।
ওডিআই স্কোয়াড:
ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান , অর্শদীপ সিং, দীপক চাহার।
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে ফিরছেন সকল সিনিয়র ক্রিকেটাররা। বিশ্বকাপের ফের একবার অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিত শর্মাকে।কোহলিও খেলবে। টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ যশস্বী জয়সওয়াল, প্রশিধ কৃষ্ণা । এছাড়া টেস্ট দলে বাংলার পেসার মুকেশ কুমারও সুযোগ পেয়েছেন।
টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান (উইকেকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি*, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা।
*মহম্মদ শামি চোট সারিয়ে ফিটনেস প্রমান করে আসবে।