B Ed College Cancel List 2024: বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করল বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার রাতে ওই নোটিস জারি করে।
WB KHABAR : বি. এড এডুকেশনে (B. ED EDUCATION) ভর্তি ঘিরে টানাপড়েনের জেরে বন্ধ হলো বিএড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করল বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার রাতে ওই নোটিস জারি করে। গত তিন মাস ধরে রাজ্যের দু’শোরও বেশি বেসরকারি বিএড কলেজে ছাত্র ভর্তি নিয়ে টানাপড়েন চলছিল। ২৫৩ টি কলেজের অনুমোদনও বাতিল করা হয়েছে (B Ed College Cancel List 2024)। রাজ্যের শিক্ষামহলও এই ঘটনায় উদ্বিগ্ন যে হটাৎ করে উনিভার্সিটিই কেন বন্ধ করে দেওয়া হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে।
এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়টাই বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির (বিএড বিশ্ববিদ্যালয়) কর্তৃপক্ষ।
নানারকম হুমকি ও বিক্ষোভের কারনের জন্য বুধবার রাতে ওই নোটিস জারি করেছে (বি এড কলেজের তালিকা ) বি এড বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবারও পড়ুয়া-ভর্তির অনুমোদন না পাওয়া কলেজগুলির (B Ed College Cancel List 2024) একাংশ শিক্ষক-শিক্ষিকা বালিগঞ্জে বিশ্ববিদ্যালয় সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে কলেজে ছাত্রভর্তিতে অনুমোদন দেওয়া হোক নতুবা তাঁদের জন্য একই বেতনের চাকরির বন্দোবস্ত করে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেসরকারি ও সেল্ফ ফিনান্সড বি.এড, এম.এড কলেজগুলির সাথে যুক্ত কয়েকজন ব্যক্তি গুরুতর হুমকি দিয়েছে। তাই সকলের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রশাসনের সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি ক্যাম্পাস বন্ধ থাকবে।
NCTE এর নিয়ম লঙ্ঘন করায়, সেই সমস্ত কলেজের অনুমোদন খারিজ করে দিয়েছে। পৃথক করেছে 253 বি এড কলেজের তালিকা।
বি এড বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কয়েকটি অডিয়ো এবং ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। তিন-চারটি কলেজের পক্ষ থেকে কয়েক জন বলছেন, বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া হবে না। যতক্ষণ না বাতিল হওয়া কলেজগুলির (B Ed College Cancel List 2024 ) অনুমোদন দেওয়া হচ্ছে, ততক্ষণ ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হবে। এমনকি উপাচার্যকে তালাবন্ধ রাখার হুমকি দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘রাজ্য প্রশাসন, উচ্চশিক্ষা দপ্তর, কলকাতার পুলিশ কমিশনার এবং বালিগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রশাসন খুব সাহায্য করেছে আমাদের।’
বেসরকারি কলেজগুলির সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিচার্স ফোরাম’-এর সচিব দিব্যেন্দু বাগ জানান, অনুমোদন না পাওয়া কলেজগুলির(B Ed College Cancel List 2024) হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা এ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। অনুমোদন না পাওয়া কলেজের সংখ্যা ২২৪। শিক্ষকদের দাবি, কলেজগুলিতে পড়ুয়া ভর্তি করা না গেলে বা শিক্ষক-শিক্ষিকাদের চাকরির বন্দোবস্ত না হলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের অবস্থান-বিক্ষোভ চলবে।
রাজারহাট ইম্পিরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর টিচার ইনচার্জ সায়ন্তনী সেনগুপ্ত জানান, ‘আমরা শিক্ষক, আমরা ছাত্র পড়াতে চাই। কিন্তু ছাত্রছাত্রীরা যদি ভর্তি না হয় তাহলে আমরা কাদেরকে পড়াব? বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না পেলে কলেজে পড়ুয়া ভর্তি হবে কী করে? এমনিতেও এখন ভয়ে ছাত্র ভর্তি হতে চাইছে না।অনেক শিক্ষক-শিক্ষিকারই এই বেতনের উপর নিজেদের সংসার চালান । কলেজ কর্তৃপক্ষ বেতন বন্ধ করে দিলে আমাদের সংসার চলবে কী করে?
বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা সমাধান না হলে বহু ছাত্র – ছাত্রী, শিক্ষক – শিক্ষিকা সবাই অসুবিধায় পড়বে। এখন কি হয় সেটাই দেখার।
বি এড কলেজের তালিকা: B Ed College Affiliated list 2024 download link
B Ed College Cancel list 2024 pdf download link: এখনও পর্যন্ত এই ধরনের লিস্ট প্রকাশ করা হয় নি। আপনি যে কলেজের খোঁজ করছেন, সেই কলেজ affiliated লিস্টে না থাকলে বুঝতে হবে B Ed College Cancel list এ আছে।