Madhyamik Routine 2024, Date, Time: মাধ্যমিক ২০২৪ রুটিন। WBBSE Madhyamik 2024 Routine এর নতুন নিয়ম চালু হলো। প্রশ্ন থেকে ছিড়তে হবে গ্রাফ পেপার ও ম্যাপ। প্রশ্নে থাকছে কোড নম্বর বিষয়গুলি সবিস্তারে বর্ণনা করা হলো। শেষ পর্যন্ত পড়তে থাকুন।
Graph Paper নিয়ে আগের সমস্যা:
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায়, গণিত পরীক্ষার দিন গ্রাফ পেপার নিয়ে খুব সমস্যায় পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। তা নিয়ে বিভিন্ন জায়গায় পর্ষদের বিরুদ্ধে নানা রকম কথা ওঠে। কোথাও কোথাও পরীক্ষার্থীরা পরীক্ষার খাতায় গ্রাফ তৈরি করে গ্রাফের সমাধান করেছিল।
এতদিন গ্রাফ পেপার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আলাদাভাবে পাঠানো হতো। ভুলবশত বা কোন কারনে কোন পরীক্ষা কেন্দ্রে গ্রাফ পেপার না পৌঁছালে এরকম বিভ্রান্তির সৃষ্টি হয়। তাছাড়া সবার গ্রাফ পেপারের প্রয়োজন হতো না। যারা গ্রাফ পেপার ব্যবহার করত না তাদের গ্রাফ পেপারগুলি স্কুলে জমে থাকত। পর্ষদের স্টাম্প লাগানো গ্রাফ পেপার কোন কারনে বাইরে বেরোলে তা নিয়ে পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার সম্ভাবনা থাকে।
পর্ষদের নতুন পরিকল্পনা:
মাধ্যমিক পরীক্ষা ২০২৪(West Bengal Madhyamik 2024) এ এই বিপত্তি এড়াতে পর্ষদ নতুন চিন্তাভাবনা করছে।
Graph Paper and Map Pointing Class X:
প্রশ্নের সঙ্গে থাকবে গ্রাফ পেপার। ভূগোল বা ইতিহাস প্রশ্নের সঙ্গে থাকবে মানচিত্র। প্রশ্ন থেকে ছিঁড়ে নিতে হবে Graph Paper বা মানচিত্র। ম্যাপ পয়েন্টিং বা গ্রাফ অংকনের পর উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। যারা গ্রাফ কিংবা ম্যাপ পয়েন্টিং করবে না তাদের গ্রাফ পেপার বা ম্যাপ প্রশ্নের সঙ্গে থেকে যাবে।
What is Madhyamik Question Code:
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের এ কথা বলেন যে, প্রশ্ন ফাঁস রুখতে নতুন পদক্ষেপ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। কোড নম্বর(Code System) এর ব্যবস্থা চালু হচ্ছে। প্রতিটি প্রশ্নের উপরে থাকবে কোড নম্বর। কেউ প্রশ্ন ফাঁস করার উদ্দেশ্যে যদি ছবি তোলে তবে, প্রশ্নে থাকা কোড নম্বরের ও ছবি উঠে যাবে অর্থাৎ ওই কোড নম্বর কার প্রশ্নে ছিল তাকে সহজেই ধরা যাবে এবং তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর তারিখ ও সময় (Madhyamik 2024 Date and Time):
মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। নির্ধারিত দিনে পরীক্ষার শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পাবে সকাল ১১ টা ৪৫ মিনিটে। ১৫ মিনিট সময় দেওয়া হবে শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। পরীক্ষার্থীরা লেখা শুরু করতে পারবে দুপুর ১২টা থেকে। পরীক্ষা শেষ হবে বিকাল ৩ টায়।
মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর রুটিন (Madhyamik 2024 Routine):
তারিখ | বার | বিষয় |
২ ফেব্রুয়ারি ২০২৪ | শুক্রবার | প্রথম ভাষা |
৩ ফেব্রুয়ারি ২০২৪ | শনিবার | দ্বিতীয় ভাষা |
৫ ফেব্রুয়ারি ২০২৪ | সোমবার | ইতিহাস |
৬ ফেব্রুয়ারি ২০২৪ | মঙ্গলবার | ভূগোল |
৮ ফেব্রুয়ারি ২০২৪ | বৃহস্পতিবার | গণিত |
৯ ফেব্রুয়ারি ২০২৪ | শুক্রবার | জীবন বিজ্ঞান |
১০ ফেব্রুয়ারি ২০২৪ | শনিবার | ভৌত বিজ্ঞান |
১২ ফেব্রুয়ারি ২০২৪ | সোমবার | ঐচ্ছিক বিষয় |