Rinku Sing: রিঙ্কু সিং বংশপরিচয়, গার্লফ্রেন্ড, কোচ, ক্যারিয়ার, হবি, আয়

ভারতের উদীয়মান তরুণ ক্রিকেট তারকা রিঙ্কু সিং(Rinku Sing) তার বিধ্বংসী ব্যাটিং এর জন্য বিখ্যাত। আজকের এই নিবন্ধে জানবো রিঙ্কু সিং এর বংশপরিচয়, গার্লফ্রেন্ড, কোচ, ক্যারিয়ার, হবি, আয় ইত্যাদি সম্পর্কে।

  • Table of contents:

  • বংশ পরিচয় (Family Background)
  • প্রাথমিক জীবন (Early Life)
  • ক্রিকেট জীবন(Cricket Career) – 1) লিস্ট এ ক্রিকেট (List A Cricket)। 2) টি-টোয়েন্টি ক্রিকেট (T20 Cricket Debut)। 3) ফার্স্ট ক্লাস ক্রিকেট (First Class Cricket)। 4) আইপিএল ক্রিকেট ক্যারিয়ার (Indian Premier League)।
  • ইন্টারন্যাশনাল ডেব্যু ও কেরিয়ার (International debut & career)
  • রিঙ্কু সিং এর কোচ (Rinku Singh’s Coach)
  • Rinku Singh girl friend
  • রিঙ্কু সিং এর সম্পত্তি (Rinku Singh’s net worth)

 

বংশ পরিচয় (Rinku Singh Family Background):

Rinku Singh's family
Rinku Singh family

ছাব্বিশ বছর বয়সী রিঙ্কু সিংয়ের (Rinku Singh) জন্মতারিখ (Rinku Singh birthday) ১২ অক্টোবর ১৯৯৭। উত্তরপ্রদেশের আলিগড় এ তার জন্ম হয়। তার বাবার নাম খানচাঁদ সিং এবং মা বিনা দেবী। তার এক ভাই ও এক বোন। ভাই জিতু সিং ও বোন নেহা সিং। বাবা খান চাঁদ সিংহ LPG সরবরাহের কাজ করেন। ভাই জিতু একজন অটো রিকশা চালক।

প্রাথমিক জীবন (Early Life):

রিংকু সিং সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা খানচাঁদ সিং যা উপার্জন করতেন, তাতে সংসার ভালো চলত না। রিঙ্কুকে সাহায্য করার সামর্থ্য ও তার বাবার ছিল না। মায়ের কথায় বাবাকে সাহায্য করতে নবম শ্রেণীতে পড়াশোনা বন্ধ করতে হয়। একটি কোচিং সেন্টারে ঝাড়ুদারের পোস্টে কাজ শুরু করেন। রিঙ্কু সিংয়ের একটি সাক্ষাৎকার থেকে জানা যায় যে, ভোর বেলায় গিয়ে তিনি ঝাট দিয়ে আসতেন যখন সেখানে কেউ থাকত না। যাতে কেউ না জানতে পারে কে ঝাট দিচ্ছে। কিন্তু রিঙ্কু সিং তার লক্ষ্য থেকে অবিচল ছিলেন। সেই সঙ্গে তিনি ক্রিকেট প্র্যাকটিস করতেন।

ক্রিকেট জীবন (Cricket Career):

লিস্ট এ ক্রিকেট (List A Cricket):

ব্যাটিং অলরাউন্ডার রিঙ্কু সিং এর ঘরোয়া ক্রিকেটের হাতে খড়ি হয় ২০১৩ সালে উত্তরপ্রদেশের (UP) Under-16 টিমে। তার পর Under-19 এ। রাজ্যস্তরের ক্রিকেট থেকে লিস্ট এ ক্রিকেট ডেব্যু (List A Cricket Debut) হয় ৫ মার্চ ২০১৪ সালে জয়পুরে বিদর্ভ vs ইউ.পি ম্যাচে। এই বাঁ হাতি ব্যাটসম্যান ৫৫ টি লিস্ট-এ টিকেট ম্যাচে ১৮৪৪ রান করেন। যার মধ্যে একটি সেঞ্চুরি ও ১৭ টি হাফ সেঞ্চুরি আছে।

টি-টোয়েন্টি ক্রিকেট (T20 Cricket Debut):

তার টি-টোয়েন্টি ডেব্যু হয় ৩১ মার্চ ২০১৪ সালে নাগপুরে ইউপি বনাম বিদার্ব ম্যাচে। তিনি ৯০ টি T20 ম্যাচে ১৭৬৮ রান করেছেন ও তিনটি উইকেট পেয়েছেন।

ফার্স্ট ক্লাস ক্রিকেট (First Class Cricket):

এই বাঁ হাতি ব্যাটারের ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হয় ৮ নভেম্বর ২০১৬ সালে হায়দ্রাবাদে পাঞ্জাব বনাম ইউপি ম্যাচে। তিনি ৪২ টি ফাস্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলেছেন এবং সাতটি সেঞ্চুরি ও ১৯ টি হাফ-সেঞ্চুরির সহায়তায় ৩০০৭ রান করেন।

আইপিএল ক্রিকেট ক্যারিয়ার (Indian Premier League):

২০১৭ : ২০১৭ সালে IPL টিম কিংস ইলেভেন পাঞ্জাব (KXIP) দলে সুযোগ হয়। ২০ লক্ষ base price মূল্যে তার আইপিএল ক্যারিয়ার শুরু হয়। কিন্তু সেই বছর একটিও ম্যাচ খেলার সুযোগ আসেনি।

২০১৮: ২০১৮ আইপিএল নিলামে (IPL auction) কলকাতা নাইট রাইডার্স (KKR) ৮০ লক্ষ টাকায় কিনে নেন। ২০১৮ তে আইপিএল ম্যাচে প্লেইং ইলেভেনে সুযোগ আসে। প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH ) বিরুদ্ধে খেলেন। এই সিজনে তিনি ২৯ রান করেন।

২০১৯: ২০১৯ আইপিএল সিজনে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। স্কোর করেছেন ৩৭ রান। ব্যাটিংগড় ছিল ১৮।

২০২০: ২০২০ সালে কেকেআর টিমে মাত্র একবার ব্যাটিং করার সুযোগ আছে সেই ম্যাচে ১১ রান করেন এবং অপরাজিত থাকেন।
২০২২: ২০২২ এ কেকেআর টিমে সাতটি ম্যাচে ১৭৪ রান করেন। সর্বোচ্চ স্কোর ৪২ রান করেন রাজস্থান রয়েলসের (RR) বিরুদ্ধে। এই সিজনে স্ট্রাইক রেট ১৪৮.৭১ এবং গড় ৩৪.৮০।
২০২৩: ১৪ টি ম্যাচ খেলে ৪৭৪ রান করেন। হাইয়েস্ট স্কোর ৬৭ এবং এভারেজ ৫৯.২৫। চারটি হাফ-সেঞ্চুরি করেছেন। ৩১ টি চার ও ২৯ টি ছয় মারেন। স্ট্রাইক রেট ছিল ১৪৯.৫২।

Rinku Singh T20 IPL
ম্যাচ 10 31
ইনিংস 6 29
রান 180 725
গড় 60.0 36.25
স্ট্রাইক রেট 187.5 142.16
হাইয়েস্ট স্কোর 46 67
চার 17 54
ছয় 11 38
50s 0 4
100s 0 0

ইন্টারন্যাশনাল ডেব্যু ও কেরিয়ার (International debut & career):

২০২৩ সালের আইপিএল ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিং দেখে জাতীয় নির্বাচকরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ দেন। ১৮ই আগস্ট ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সূচনা হয়। কিন্তু ওই ম্যাচে তার ব্যাট করার সুযোগ আসে নি। দ্বিতীয় ম্যাচে ১৮০+ স্ট্রাইক রেট এর সাথে দুর্ধর্ষ ব্যাটিং করে মাত্র ২১ বলে ৩৮ রান করেন। প্রথম ছয়টি T20 ম্যাচে ১৮০ রান করেন। T20 highest score 46.

রিঙ্কু সিং এর কোচ (Rinku Singh’s Coach):

Rinku Singh's coach
Rinku Singh’s coach Masood Uz Zafar Amini

প্রায় ১২ বছর আগে আলীগড় স্পোর্টস স্টেডিয়ামে এসেছিলেন রিঙ্কু সিং। আলীগড় স্পোর্টস স্টেডিয়ামে কোচ ছিলেন মাসুদ উজ জাফর আমিনি (Masood Uz Zafar Amini)। সেখানে এক দুই বার রিঙ্কু কে খেলতে দেখেন। তারপর তাকে কোচিং নিতে বলেন।

Rinku Singh girl friend:

NDTV রিঙ্কু সিং এর সাক্ষাৎকার নিয়েছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল  Rinku Singh’s relationship সম্পর্কে। তিনি জানান এখনও কোনো বান্ধবী (Girlfriend) নেই। তিনি single আছেন।

রিঙ্কু সিং এর সম্পত্তি (Rinku Singh’s net worth):

রিঙ্কু এখনও পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা আয় করেছেন। যার মধ্যে IPL থেকে ৪.৪ কোটি, লোকাল ম্যাচ থেকে ১ কোটি, বিজ্ঞাপন থেকে ৫০ লক্ষ টাকা আয় করেছেন। এখন প্রতি T20 ম্যাচ থেকে ৩ লক্ষ টাকা বেতন পান। তার আয় থেকে তিনি একটি বাড়ি বানিয়েছেন।

ওয়ানডে ইন্টারন্যাশনালে (ODI) সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

2 thoughts on “Rinku Sing: রিঙ্কু সিং বংশপরিচয়, গার্লফ্রেন্ড, কোচ, ক্যারিয়ার, হবি, আয়”

Leave a Comment