Anandadhara prakalpa 2023: আপনি কি বেকার? আপনি কি একটি ভাল চাকরির খোঁজ করছেন? আর অপেক্ষা নয়। এখনই হয়তো আপনার বেকার সমস্যা শেষ হতে চলেছে। সম্প্রতি আনন্দধারা প্রকল্পের (Anandadhara prakalpa recruitment 2023) অধীনে CRP-EP কর্মী নেওয়ার কথা ঘোষণা করেছে। নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা যারা আনন্দধারা প্রকল্পের অধীনে চাকরি করতে চাইছেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করার পূর্বে আনন্দধারা প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আনন্দধারা প্রকল্প কি :
ভারত সরকার পল্লী উন্নয়ন মন্ত্রকের (MORD) অধীনে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (NRLM ) চালু করেছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২০১২ সালের ১ মে, তারিখে এনআরএলএমকে (NRLM ) আনন্দধারা (Anandadhara) হিসেবে চালু করেছেন।
উদ্দেশ্য :
গ্রামীণ দরিদ্র ও দুর্বল জনগণকে স্ব-পরিচালিত, সংঘবদ্ধ প্রতিষ্ঠানে জড়ো করা এবং জীবিকা সংগ্রহের জন্য তাদের সহায়তা করা। সেইসঙ্গে দরিদ্রদের তাদের ন্যায্য অধিকার এবং জনসেবার বর্ধিত প্রবেশাধিকার, বৈচিত্র্যময় ঝুঁকি এবং ক্ষমতায়নের উন্নততর সামাজিক সূচক অর্জনের সুবিধা পাইয়ে দেওয়া।
নিয়োগের বিজ্ঞপ্তি:
বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট bankura.gov.in এ গত 29/11/2023 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাঁকুড়ার তিনটি ব্লকে সব মিলিয়ে ২৯ জন যোগ্য চাকরিপ্রার্থীকে CRP-EP কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29/11/2023. আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 29/11/2023. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15/12/2023.
আবেদন করার যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা – চাকরিপ্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
অতিরিক্ত যোগ্যতা – চাকরিপ্রার্থীদের কম্পিউটার এবং স্মার্ট ফোন চালানোর দক্ষতা থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
এ সমস্ত যোগ্যতা থাকলে, আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এই চাকরির ক্ষেত্রে ১৫ দিন গ্রামের বাইরে কাজ করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
দুটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায এবং ইন্টারভিউ নেওয়া হবে। তারপর যোগ্যতার নিরিখে ফাইনাল মেরিট লিস্ট আপডেট করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ যথাক্রমে ৪০ এবং ১০ নম্বরের হবে ।
আবেদন পদ্ধতি – অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি স্টেপ টু স্টেপ আলোচনা করে দেওয়া হলো।
স্টেপ 1: এক্ষেত্রে আবেদনকারীকে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করে দেওয়া লিংক এ আবেদন পত্রটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিতে হবে।
স্টেপ 2: তারপর কালো পেনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটিকে ভালো ভাবে পূরণ করুন।
স্টেপ 3: নতুন রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যুক্ত করুন এবং নিচে নিজের পুরো নাম সিগনেচার হিসেবে করুন।
স্টেপ 4: প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলিকে যুক্ত করুন।
স্টেপ 5: সবশেষে অফিশিয়াল ঠিকানায় আবেদন পত্রটিকে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিন।