India vs South africa 2nd T20 Live: প্রকাশিত হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় T20 ম্যাচের দল ! কোথায়, কখন, কিভাবে খেলা দেখবেন?

India vs South africa 2nd T20 Live :  ১২ ডিসেম্বর শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) T20  সিরিজের দ্বিতীয় ম্যাচ (2nd T20 match)। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) নেই। লোকেশ রাহুল (Kl Rahul), যসপ্রীত বুমরাও (Jasprit Bumrah) বিশ্রামে। মোহাম্মদ সামি (Md. Shami), হার্দিক পান্ডের (Hardik Pandya) চোট। এই পরিস্থিতিতে শুরু হতে চলেছে ভারত – দক্ষিণ আফ্রিকা T20 সিরিজের দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজের ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। ১২ তারিখ আবারও মাঠে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের তরুণ ব্রিগেড।

সূর্যকুমার যাদবের (Surya kumar Yadav) নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। কিছুদিন আগে ঘরের মাটিতে ভারত অস্ট্রেলিয়াকে ৪-১ কে হারিয়েছে। তবে এবার রামধনুর দেশে ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

২০২৪ এ জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। তার আগে এই সিরিজে তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকার (South Africa) পরেই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তাই মাত্র ৬ টি ম্যাচ দেখার সুযোগ পাবে ভারত। দক্ষিণ আফ্রিকার বাড়তি বাউন্সি পিচে ভারত কিভাবে মোকাবেলা করবে তা দেখার।

দক্ষিণ আফ্রিকা গিয়ে বেশি প্র্যাকটিস করার সুযোগ পায়নি। শুক্রবার এবং শনিবার মাত্র দুদিনের প্র্যাকটিসে কে কতটা মানিয়ে নিতে পেরেছে সেটাই দেখার। মার্কো জানসেন (Marko Jansen) দের বিরুদ্ধে ভারতের তরুণ ব্রিগেড কেমন খেলে তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার পিচে সাফল্য পেতে হলে ব্যাক ফুটে খেলতে হবে। ফ্রন্ট ফুটে বল বেশি মিলবে না। শর্ট পিচের বিরুদ্ধে আসল পরীক্ষা শ্রেয়সদের ।

সম্ভবত শুভমান গিলের (Subhman Gill) সঙ্গে ওপেনিং এ নামবে যশশ্রী জয়সওয়াল (Jasaswi Jaysawal)। তিনে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyar), চারে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাঁচে থাকছে রিঙ্কু সিং (Rinku Sing)। উইকেটকিপার হিসাবে ঈশান কিষান (Ishan Kishan) কিংবা জিতেশ শর্মা (Jitesh Sharma) খেলবে। তবে শেষের দিকে বড়ো শটের জন্য জিতেশর সুযোগ বেশি রয়েছে। সাথে সাতে নামবে সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja)। অস্ট্রেলিয়ার সাথে ভালো খেললেও ঋতুরাজ গায়কোয়াডকে (Rituraj Gaikoyad) অপেক্ষায় থাকতে হবে।

পেস বোলিং এর দায়িত্ব ও নেতৃত্বে থাকছে মোঃ সিরাজ (Md. Siraj)। সাথে থাকছে দীপক চাহার (Dipak Chahar) এবং অর্শদীপ সিং (Arshdeep sing)। অস্ট্রেলিয়া সিরিজের মুকেশ কুমার (Mukesh Kumar) ভালো খেললেও এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

স্পিনে জাদেজার সঙ্গী সম্ভবত রবি বিষ্ণুই (Rabi Bishnoi)। রবি বিষ্ণুই এই মুহূর্তে টি-টোয়েন্টির শীর্ষে থাকা বোলার। তাই হয়তো কুলদীপ যাদবকে (Kuldeep Jadav) বসতে হবে।

সিরিজ প্রসঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, “বিশ্বকাপ না জিততে পারা আমাদের কাছে চরম হতাশার। তবে সবকিছু সামলে আবার মাঠে নেমে ভালো লাগছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা চনমনে আছি। আবারো ভয়ডর হীন ক্রিকেট খেলতে ভালো লাগছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে আমরা খেলেছি এখানেও সেভাবেই খেলব।”

হেনরিখ ক্লাসেন (Henrikh Klassen), ডেভিড মিলার (Devid Milar), এডেন মার্করাম (Eyden Markram) দের বিরুদ্ধে সিরিজ যে সহজ হবে না তা সমস্ত ক্রিকেট ফ্যানরা জানে। সব মিলিয়ে দারুন জমজমাট একটি সিরিজ দেখার প্রতীক্ষায় থাকবে ক্রিকেট বিশ্ব।

সম্ভাব্য একাদশ:

ভারত : যশস্বী জয়সোয়াল , শুভমান গিল , শ্রেয়াস আইয়ার , সূর্যকুমার যাদব (c), রিঙ্কু সিং , জিতেশ শর্মা (w), রবিন্দ্র জাদেজা , দীপক চাহার, রাবি বিশ্বনোই , মোহাম্মদ সিরাজ , অর্শদীপ সিং।

দক্ষিণ আফ্রিকা : রেজা হেন্ডরিক্স , ম্যাথু ব্রেত্যকে, ত্রিস্তান স্টুবস , এইডেন মার্করাম (c), হেনরিচ ক্লাসেন (w), ডেভিড মিলার , মার্কো জানসেন, আন্ডিলে ফেলুকেওয়ায়ো , কেশভ মহারাজ , জেরাল্ড কয়েটিজে।

পূর্ণাঙ্গ দল (squad ):

ভারত : যশস্বী জয়সোয়াল , শুভমান গিল , শ্রেয়াস আইয়ার , সূর্যকুমার যাদব (c), রিঙ্কু সিং , জিতেশ শর্মা (w), রবিন্দ্র জাদেজা , দীপক চাহার, রাবি বিশ্বনোই , মোহাম্মদ সিরাজ , অর্শদীপ সিং, ঈশান কিষান , মুকেশ কুমার , ওয়াশিংটোন সুন্দর , রুতুরাজ গাইকেওয়াদ , তিলক ভর্মা , কুলদীপ যাদব।

দক্ষিণ আফ্রিকা : রেজা হেন্ডরিক্স , ম্যাথু ব্রেত্যকে, ত্রিস্তান স্টুবস , এইডেন মার্করাম (c), হেনরিচ ক্লাসেন (w), ডেভিড মিলার , আন্ডিলে ফেলুকেওয়ায়ো , কেশভ মহারাজ , জেরাল্ড কয়েটিজে , নান্দ্রে বার্জার , তবরাইজ শ্যামসি , অত্যনিয়েল বার্তমান , মার্কো জানসেন , দোনোভান ফেরেরা , লিজাদ উইললিমস।

খেলা শুরু (Time)– ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিট।

খেলা দেখা যাবে (live streaming channel) – স্টার স্পোর্টস (Star Sports)।

স্থান (venue)– সেন্ট জর্জ পার্ক , ডকবেরহা।

জেতার সম্ভাবনা (win probability):

India vs south africa live
India vs south africa T20 match

Leave a Comment