MI Captain 2024 IPL: গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪ এর ক্যাপ্টেন ঘোষণা করেছে নীতিশ রানার বদলে অধিনায়ক পদে বসানো হয়েছে শ্রেয়স আইআরকে তার ২৪ ঘন্টা হতে না হতে মুম্বাই ইন্ডিয়ানস তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করল
আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ ভারত চ্যাম্পিয়ন হতে না পারলেও রোহিত শর্মার এগ্রেসিভ ব্যাটিং ও নিপুন ক্যাপটেন্সি ক্রিকেট প্রেমীদের মনে ছাপ ফেলে গেছে। তা সত্বেও হিটম্যান কে অধিনায়ক এর পদ হতে সরিয়ে দেওয়া হলো।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এ মুম্বাই ইন্ডিয়ান্স(MI) পাঁচ বার চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা কে অধিনায়কের (MI Captain 2024) পদ থেকে সরিয়ে দেওয়া হল। এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে সাহসী সিদ্ধান্ত দেখিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন ‘মুম্বাই ইন্ডিয়ান্স এর এটাই নীতি যে এক সেরা থেকে সেরার হাতে দায়িত্ব দেওয়া। এর আগে দেখা গেছে শচীন টেন্ডুলকরের থেকে হরভজন সিং এবং হরভজন সিং থেকে রিকি পন্টিং মুম্বাইকে সেরা নেতৃত্ব দিয়েছিলেন। রোহিতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে নি।’ শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয় যে আইপিএল ২০২৪ (IPL 2024) এ নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া (MI Captain 2024)।
গতবারের (IPL 2023) চ্যাম্পিয়ন টিম গুজরাট টাইটানসের (GT) ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, একসময় মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম অলরাউন্ডার ছিলেন। কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান হার্দিক পান্ডিয়াকে তাদের দলে নেন ও ক্যাপ্টেন করেন। তার ক্যাপ্টেন্সিতে গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়। হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান এবছর আইপিএল ২০২৪ এ দলে অন্তর্ভুক্ত করেন এবং অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন। মাহেলা জয়বর্ধনে বিশ্বাস করেন যে রোহিতের মত হার্দিক ও মুম্বাই ইন্ডিয়ান্স কে সেরার সেরা তকমা দিতে পারবেন।