আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু (IPL BRAND VALUE 2023) এখন ৮৯ হাজার কোটি টাকা। কোন দলের ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি? জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কোন দল?? জানুন এই প্রতিবেদনে।
WBKHABAR.COM: ২০০৮ সালে BCCI কুড়ি ওভারের ক্রিকেটে ipl শুরু করে। বর্তমানে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। ক্রোড়পতি লিগের ব্র্যান্ড ভ্যালু এখন ৮৯ হাজার কোটি টাকা। একটি সংস্থার বিচারে আইপিএলের (Indian Premiar League) এর সব থেকে দামি দলের নাম ঘোষনা করা হয়েছে। গত ১৫ বছরে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি বেড়েছে। ৪৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশ্বের ক্রোড়পতি লিগ ।
২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে আইপিএলের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনই পাল্লা দিয়ে বেড়েছে প্রতিযোগিতাও। তেমনি বেড়েছে ব্র্যান্ড ভ্যালুও। Ipl এর মতো বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশ গুলোতেও T20 ফরম্যাটে ফ্রাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, আরবের মতো দেশ গুলোতেও ফ্রাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। তবে কারুর ব্র্যান্ড ভ্যালু ipl এর ধারে কাছে নেই। ২০০৮ সাল থেকে ৪৩৩ শতাংশ বেড়ে এখন আইপিএলের ব্র্যান্ড ভ্যালু এখন ভারতীয় মুদ্রায় ৮৯ হাজার কোটি টাকা। বিশ্বের সবধরণের লীগের মধ্যে জনপ্রিয়তায় ipl দ্বিতীয়।
কে কোন জায়গায় রয়েছে?
১. মুম্বাই ইন্ডিয়ানস (Mumbai Indians):
আইপিএলে খেলা দলগুলির মধ্যে সব থেকে বেশি ব্র্যান্ড ভ্যালু মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। ৫ বারের ipl চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো ক্রিকেটার মুম্বাই এর সাথে যুক্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই এর ব্র্যান্ড ভ্যালু বাড়বে। মুকেশ আম্বানির দলের ব্র্যান্ড ভ্যালু এখন ৭২২ কোটি টাকা।
২. চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings):
পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই (CSK)। স্বাভাবিক ভাবেই তাদের স্পনসর অনেক বেশিই থাকবে । সমর্থকদের সংখ্যাও অনেক বেশি। তার উপর চেন্নাই মুখ মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni )। তিনি দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও তাঁর জনপ্রিয়তা যে কমেনি তার প্রমাণ চেন্নাইয়ের ব্র্যান্ড ভ্যালু। চেন্নাইয়ের ব্র্যান্ড ভ্যালু বর্তমানে ৬৭২ কোটি টাকা।
৩. কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders):
ট্রফি জয়ের সংখ্যায় তিন নম্বরে কেকেআর (KKR)। দু’বারের চ্যাম্পিয়ন হয়েছে তারা। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও তারা তিন নম্বরে। কেকেআরের ব্র্যান্ড বাদশা শাহরুখ খান (sahrukh khan)। মূলত তাঁকে দেখেই আসেন স্পনসরেরা। কলকাতার ব্র্যান্ড ভ্যালু ৬৫৫ কোটি টাকা।
৪. রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore):
চার নম্বরে রয়েছে আরসিবি (RCB)। এখনো অবধি কোনও বার ipl ট্রফি জিততে পারেনি তারা। তাতে তাদের ব্র্যান্ড ভ্যালু খুব একটা কমেনি। কারণ, তাদের মুখ রান মেশিন বিরাট কোহলি (virat kohli)। বেঙ্গালুরুর এই দলের ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে ৫৮১ কোটি টাকা।
৫. গুজরাট টাইটানস (Gujrat Titans):
মাত্র দুবছর ipl যাত্রা শুরু করেছে গুজরাট। প্রথম বার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স (GT)। দ্বিতীয় বার রানার্স হয়েছে। আর তাই দু’বছরেই ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বাড়িয়ে নিয়েছে তারা। গুজরাতের ব্র্যান্ড ভ্যালু ৫৪০ কোটি টাকা।
৬. দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals):
ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী শহর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসও (DC) কোনও বার চ্যাম্পিয়ন হয়নি। এই দলের ব্র্যান্ড ভ্যালু ৫৩১ কোটি টাকা।
৭. রাজস্থান রয়্যালস (Rajasthan Royals):
সাত নম্বরে আছে রাজস্থান রয়্যালস (RR)। আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলেও তার পর থেকে আর ট্রফির মুখ দেখেনি। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান দলের ব্র্যান্ড ভ্যালু ৫১৪ কোটি টাকা।
৮. সানরাইজার্স হায়দরাবাদ (Sunrigers Hydrabad):
হায়দ্রাবাদ (SRH) এক বারের চ্যাম্পিয়ন। ডেভিড ওয়ার্নার এর নেতৃত্বে একবার চ্যাম্পিয়ন হয়। দক্ষিণের এই দলের ব্র্যান্ড ভ্যালু এখন ৩৯৮ কোটি টাকা।
৯. লখনউ সুপার জায়ান্ট (Lakhnow Super Giant):
নবম স্থানে রয়েছে আইপিএলের আর একটি নতুন দল লখনউ সুপার জায়ান্ট (LSG)। গুজরাটের মতো তারাও মাত্র দু বছর তাদের জার্নি শুরু করেছে। এর মালিক হলেন বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা। লোকেশ রাহুলের (kl rahul) নেতৃত্বে খেলা এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯০ কোটি টাকা।
১০. পাঞ্জাব কিংস (Punjab Kings):
সবার শেষে রয়েছে পঞ্জাব কিংস (PK)। প্রীতি জিন্টার দলও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এই ব্র্যান্ড ভ্যালু বর্তমানে ৩৭৪ কোটি টাকা।