Jaago Prakalpa: চালু হলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ‘জাগো প্রকল্প’

চালু হলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প জাগো প্রকল্প (Jaago Prakalpa)। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন চলছে। এর আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলি প্রকল্প চালু করেছেন। তাদের মধ্যে লক্ষীর ভান্ডার (Laxmi Bhandar), যুবশ্রী (Yuva Shree), কন্যাশ্রী (Kannyashree), কৃষক বন্ধু (Krishak Bandhu), পথসাথী (Pathasathi), ইত্যাদি প্রকল্প খুব জনপ্রিয়তা পেয়েছে। এদের সঙ্গে বাড়ানো হলো নতুন আরেকটি প্রকল্প জাগো প্রকল্প (Jaago Prakalpa)।

জাগো প্রকল্প কি (What is Jaago Prakalpa?):

এই প্রকল্পটি (Jaago Prakalpa) হল পশ্চিমবঙ্গ সরকারের নব সংযোজন। এই প্রকল্পের আওতায় ৫০০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? কারা কারা পাবে? কখনো আবেদন করব? কিভাবে আবেদন করব? কোথায় আবেদন করব? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য শেষ পর্যন্ত পড়তে থাকুন।

কিভাবে আবেদন করব (Jaago Prakalpa online application)

এই জাগো প্রকল্পের আবেদন করা যাবে অনলাইন এবং অফ লাইনের মাধ্যমে। অফলাইনে বা অনলাইনে কিভাবে আবেদন করা যাবে তার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

অফলাইন আবেদন পদ্ধতি (Jaago Prakalpa registration)

১৫ই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুয়ারে সরকার শিবির চালু হয়ে গেছে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে জাগো প্রকল্পের ফর্ম নিতে হবে। ফর্ম পূরণ করে সেই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। অফলাইনে আবেদনের জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সুপারভাইজার এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। অফলাইনের বিস্তারিত তথ্য জানতে দুয়ারে সরকার শিবিরে যোগাযোগ করুন। অথবা বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন এই হেল্পলাইন নম্বরে 7773003003।

অনলাইন আবেদন পদ্ধতি (Jaago Prakalpa online application):

অনলাইনে আবেদন করার জন্য স্বনির্ভর দলের নাম ও সদস্যদের নাম নথিভুক্ত করতে হবে। সেই সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে। ছয় মাসের পুরনো একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?

যে সকল মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, একমাত্র তারাই এই সুবিধা পাবেন। যে সমস্ত মহিলারা Jaago Prakalpa এর সুবিধা পেতে ইচ্ছুক তাদের স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আসতে হবে। আপনার এলাকার সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারেন। এই প্রকল্পটি পুরুষদের জন্য নয়।

আরো পড়ুন: আনন্দ ধারা প্রকল্পে কর্মী নিয়োগ শুরু।তাড়াতাড়ি আবেদন করুন।

জাগো প্রকল্পের শর্ত (Jaago Prakalpa rules and conditions):

১) জাগো প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন
২) মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারী মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে
৪) স্বনির্ভর গোষ্ঠীর কমপক্ষে ছয় মাস পুরনো একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
৫) একাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে।
৬) স্বনির্ভর গোষ্ঠীকে এক বছরের পুরনো হতে হবে।
৭) মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

Leave a Comment