Highest paid cricketer in IPL 2024: আইপিএল নিলামে বেশি দাম পাওয়া ১০ ক্রিকেটার

আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 auction):

মঙ্গলবার দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024 auction) এর নিলাম অনুষ্ঠিত হলো। যেখানে ইতিহাস তৈরি করে মিচেল স্টার্ককে (Mitchel Stark) কলকাতা নাইট রাইডার্স (KKR) 24.75 কোটি টাকায় কিনে নিয়েছে। যেজন্য স্টার্ক আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় (Highest paid cricketer in IPL 2024) হয়ে উঠেছেন। স্টার্ক রেকর্ড পরিমাণে বিক্রি হওয়ার আগেই তারই সতীর্থ অসি অধিনায়ক প্যাট কামিন্সকে 20.50 কোটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) কিনেছিল।

2023 সালে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরান আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন। পাঞ্জাব কিংস (PBKS) তাকে গত বছরের নিলামে 18.50 কোটি টাকা খরচ করে কিনেছিলো।

আইপিএল 2024 এর নিলামে 13টি দেশের মোট 332 জন খেলোয়াড় নিলামে উঠেছিলেন। তারমধ্যে 216 জন ভারতীয় ছিল। খেলোয়াড় ধরে রাখা, রিলিজ করা এবং ট্রেড করার পরে এবারের IPL 2024 নিলামে 10 টি দলের কাছে সর্বাধিক 77 টি স্লট পূরণ করতে বাকি ছিল। তারমধ্যে 30 টি বিদেশী প্লেয়ারের স্লট বাকি ছিল।

মঙ্গলবারের বিডিংয়ের KKR এবং RR ছাড়া বাকি সব টিম 25 জনের কোটা পূরণ করেছছে। কলকাতা 23 জন এবং রাজস্তান 22 জন করে প্লেয়ার নিয়েছে। তাদের 25 জন খেলোয়াড়ের সম্পূর্ণ কোটায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের 20 কোটিতে বিক্রি হওয়া ছাড়াও নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল INR 14.00 কোটিতে CSK, হর্ষাল প্যাটেল INR 11.75 কোটিতে PBKS, আলজারি জোসেফ INR 11.50 কোটিতে থেকে RCB এবং স্পেন্সার জনসন আইপিএল 2024-এর নিলামে 10 কোটিতে বিক্রি হয়েছেন। ভারতীয় দের মধ্যে হার্সাল প্যাটেল এর দাম সবচেয়ে বেশি উঠেছে।

প্রীতি জিন্টার নিলাম সমস্যা ( Priti Jinta auction problem):

নিলামের অন্তিম লগ্নে প্রতিটি দলকে বলা হয় যে তারা কোনো ক্রিকেটার কে নিতে চাইলে নাম বলতে পারেন। তার নাম নিলামে তোলা হবে। তখন পাঞ্জাব কিংস (Punjab Kings) এর পক্ষ থেকে শশাঙ্ক সিংহকে নূন্যতম মূল্য 20 লক্ষ টাকায় কেনেন প্রীতি জিন্টা ও নিস ওয়াদিয়া। কিন্তু তার পরেই পাঞ্জাব জানায় যে তারা ভুল করে শশাঙ্ক সিংহকে কিনেছে। তারা পরিবর্তন করতে চাইলে পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর রাজি হননি। তিনি বলেন যে একবার হাতুড়ি পরে গেছে মানেই নিলাম সম্পন্ন হয়েছে। তার পর পাঞ্জাব পুনরায় শশাঙ্ক কে নিলামে তোলার অনুরোধ জানায়। কিন্তু তা আইপিএল এর নিয়ম অনুযায়ী সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত শশাঙ্ক সিংহকে পাঞ্জাবের দলে রাখতে হয়।

সবচেয়ে বেশি দরে বিক্রি হওয়া দশ জন ক্রিকেটার :
(Highest paid cricketer in IPL 2024)

  1. মিচেল স্টার্ক (AUS)- কলকাতা নাইট রাইডার্স (KKR) – 24.75 কোটি।
  2. পাট কাম্মিন্স (AUS)-Sunrisers Hyderabad (SRH)- 20.50 কোটি।
  3. দ্যারেল মিচেল (NZ)-চেন্নাই সুপার কিংস (CSK)- 14.00 কোটি।
  4. হার্শল প্যাটেল (Ind) পাঞ্জাব কিংস (PBKS)- 11.75 কোটি।
  5. আলজারি জোসেফ (WI) রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু (RCB)- 11.50 কোটি।
  6. স্পেন্সার জনশন (AUS) গুজরাট টাইটানস (GT)- 10.00 কোটি।
  7. সমীর রিজবি (Ind) চেন্নাই সুপার কিংস (CSK)- 8.40 কোটি।
  8. রিলি রুসো (SA) পাঞ্জাব কিংস (PBKS) – 8.00 কোটি।
  9. শাহরুখ খান (Ind) গুজরাট টাইটানস (GT) – 7.40 কোটি।
  10. রোভমান পাওয়েল (WI) রাজস্থান রয়্যালস (RR)- 7.40 কোটি।

Leave a Comment