বক্সিং ডে টেস্ট কি?(what Is Boxing Day test match) কেন হয় এই বক্সিং ডে টেস্ট? কেনইবা বলা হয় বক্সিং ডে? কোথায় প্রথম বক্সিং ডে টেস্ট হয়েছিল? এসব কিছুই জানতে পারবেন এই প্রতিবেদনে।
বক্সিং ডে টেস্ট কি?(What is Boxing Day test match?)
বড়দিনের পরের দিন অর্থাৎ ২৬ শে ডিসেম্বর হওয়া টেস্ট ম্যাচগুলোকে বলা হয় ‘বক্সিং ডে টেস্ট’ (Boxing Day Test)। অস্ট্রেলিয়ায় ১৮০০ সালের ২৬ ডিসেম্বর একটি সংস্থার পক্ষ থেকে শ্রমিকদের আকর্ষণীয় উপহার দেওয়া হতো। সেই উপহারটি থাকতো একটি সুন্দর বাক্সের মধ্যে এবং সেই থেকে ২৬ শে ডিসেম্বরের দিনটিকে নাম দেওয়া হয়েছে ‘বক্সিং ডে’।
বড়দিনের পরের দিনে আয়োজিত টেস্ট ক্রিকেট ম্যাচগুলোকেই বলা হয় ‘বক্সিং ডে টেস্ট’। এ দিনের খেলাগুলোও বিশেষ গুরুত্ব পায়। এছাড়া এই দিনের ম্যাচগুলোকে ঘিরে লোকের উচ্ছ্বাসও অনেক থাকে।
অস্ট্রেলিয়াতে কেন বক্সিং ডে টেস্ট ম্যাচ আয়োজন করা হয়
অস্ট্রেলিয়ায় এইদিন স্কুল কলেজসহ সরকারি বিভিন্ন অফিস বন্ধ থাকে। ছুটিতে অস্ট্রেলিয়ার মানুষজন আনন্দে মেতে ওঠেন। তারা এদিন কোনো কাজ করতে ভালোবাসেন না। তাই প্রত্যেক বছর এই বিশেষ দিনে আয়োজন করা টেস্ট ম্যাচগুলোতে প্রচুর দর্শক মাঠে উপস্থিত থাকে।
কারা অংশগ্রহণ করে ?
- অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি মেনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল শেফিল্ড শিল্ডের খেলায় অংশগ্রহণ করতো। এই বক্সিং ডে’র দিনে (26 th December) তারা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতো। তবে এরফলে নিউ সাউথ ওয়েলসের খেলোয়াড়েরা ক্রিস্টমাস দিবস পরিবারের সাথে কাটাতে পারতো না।
- আন্তর্জাতিক স্তরে অস্ট্রেলিয়ার মেলবোর্ণে অস্ট্রেলিয়ার সাথে যেকোনো দেশের খেলা হতো। তবে এখন ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া যেকোনো ম্যাচকে বক্সিং ডে বলে ধরা হয়।
বক্সিং ডে টেস্টের নানা তথ্য:
- ১৯৭৪ সালে আন্তর্জাতিক বক্সিং ডে টেস্ট শুরু হয়।২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত এই টেস্ট চলে।
- ১৯৫০-৫১ সালে ২২-২৭ ডিসেম্বর মেলবোর্ন টেস্ট অনুষ্ঠিত হয়। যার তৃতীয় দিনের পর বক্সিং ডে ছিল। আবার ১৯৫৩-১৯৬৭ সালের মধ্যে কোন বক্সিং ডে টেস্ট হয়নি।
- ১৯৮৯ সালে প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচ হয়।
প্রথম আন্তর্জাতিক বক্সিং ডে টেস্ট (first International boxing day test):
১৯৭৪-৭৫ সালের অ্যাশেজ সিরিজে ছয়টি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত করা হয়। যার তৃতীয় টেস্ট ম্যাচটি বক্সিং ডে বলে ঘোষণা করা হয়। আধুনিক রীতি-নীতিতে হওয়া এই টেস্ট ম্যাচকে প্রথম আন্তর্জাতিক বক্সিং ডে টেস্ট বলে ধরা হয় । ১৯৮০ সালে মেলবোর্ন ক্রিকেট ক্লাব ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বার্ষিকভিত্তিতে টেস্ট খেলা আয়োজনের জন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়।
একদিনের আন্তর্জাতিক বক্সিং ডে ম্যাচ (ODI Boxing day match)
বক্সিং ডে মূলত টেস্ট হলেও, ১৯৮৯ সালে টেস্ট ম্যাচের পরিবর্তে একদিনের আন্তর্জাতিক (ODI) ক্রিকেট খেলার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এই খেলায় অস্ট্রেলিয়া ৩০ রানে শ্রীলংকাকে হারিয়ে দেয়।
আজকের বক্সিং ডে টেস্ট ম্যাচ (today boxing day match):
আজকে ২৬ ডিসেম্বর ২০২৩ দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এছাড়া আরও একটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।