Primary tet result 2023 pdf download: এবার থেকে রাজ্যে প্রত্যেক বছর নিয়ম মেনে হবে টেট পরীক্ষা। তবে টেট পাশ মানেই চাকরি নয়। প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হলো টেট পরীক্ষা।
WBKHABAR.COM: নির্বিঘ্নেই শেষ হল চলতি বছরের তথা ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষা (primary tet 2023)। গত ২৪শে ডিসেম্বর ২০২৩ তারিখে হয়েছিল চলতি বছরের প্রাথমিক টেট উৎসব। তবে সোশ্যাল মিডিয়ায় টেট পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে পড়ার ঘটনা ছাড়া প্রায় ত্রুটিহীনভাবেই সম্পন্ন হয়েছে পরীক্ষা।
২০২২ এর তুলনায় ২০২৩ সালের টেট পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তাই চাকরি প্রার্থীরা আশাপ্রার্থী যে অনেক কম সময়ের মধ্যে প্রাথমিক টেট ২০২৩ -এর ফলাফল প্রকাশ হবে।প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব এবং রাজ্যের শিক্ষা মন্ত্রী কবে ফলাফল প্রকাশিত হবে তা নিয়ে বক্তব্য রেখেছেন।
কবে বেরোচ্ছে রেজাল্ট (Primary tet result 2023 pdf download):
গত ২৪শে ডিসেম্বর রাজ্যের আয়োজিত হয়েছিল চলতি বছরের প্রাথমিক টেট পরীক্ষা। 2022 সালের পর ২০২৩ সালেও টেট আয়োজিত হয়। এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যা গত বারের তুলনায় অনেকটাই কম। এবারে টেট পরীক্ষায় বি. এড (B. ED) প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারেনি। এনআইওএস (NIOS DeElEd) প্রশিক্ষণপ্রাপ্তরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তাতে সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত তারা পরীক্ষায় বসেছিল। এই পরীক্ষার রেজাল্ট (Primary tet result 2023 pdf download) কবে দেওয়া হবে এবং কবে নিয়োগ হবে, সে সম্পর্কে বক্তব্য রাখলেন পর্ষদের উপসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য :
প্রাথমিক টেট নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান , “এবার থেকে রাজ্যে প্রত্যেক বছর নিয়ম মেনে হবে টেট পরীক্ষা। তবে টেট পাশ মানেই চাকরি নয়। প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হলো টেট পরীক্ষা।”
তিনি আরও জানান, ” টেট পরীক্ষায় পাশ করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের টেট উত্তীর্ণ একটি সার্টিফিকেট বা শংসাপত্র দেবে। আপনি রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকতা করার যে যোগ্যতা অর্জন করেছেন এটি কেবলমাত্র তার প্রমানপত্র। পরে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য কত শূন্যপদ রয়েছে, তার উপর ভিত্তি করে উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে হবে। তারপরই নিয়োগ।”
উপসচিব পার্থ কর্মকারের বক্তব্য :
প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, ” সর্বত্রই টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে দেখা গেলেও তাকে প্রশ্ন ফাঁস বলা যায় না। কারণ পরীক্ষার্থীরা তখন পরীক্ষার হলে রয়েছে।পর্ষদের বদনাম করার জন্য কিছু সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষা প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।”
২০২৩ সালের প্রাথমিক টেটের ফলাফল (Primary tet result 2023 pdf download) প্রসঙ্গে তিনি বলেন, “আগামী তিন মাসের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।“