India vs South Africa Live Score 2nd Test: সিরাজের 6 উইকেট 9 ওভারে!

India vs South Africa Live Score 2nd Test:

ভারত বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত লজ্জাজনক ভাবে হেরেছিল এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার কাছে। হারের পর অনেক প্রাক্তন ক্রিকেটার তাদের বিভিন্ন মত পোষণ করেছিল। সেই সঙ্গে প্রত্যেকে ক্যাপ্টেন সহ অন্যান্য প্লেয়ার এর বিরুদ্ধে নানা মন্তব্য বা অভিযোগ তুলেছিলেন।

India vs South Africa Live Score 2nd Test Day 1:

ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট প্রথম দিনে সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকা (India vs South Africa Live Score 2nd Test) প্রথম থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ভারতের পেস আক্রমণের সামনে কেউ স্বচ্ছন্দভাবে দাঁড়াতে পারেননি। জসপ্রিত বুমরা ও মোঃ সিরাজ প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান  মারক্রাম ও এলগারের ওপর প্রেসার বজায় রাখে।

1st উইকেট: চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ সিরাজ দক্ষিণ আফ্রিকাকে ঝাটকা দেন। জয়সয়াল এর হাতে ক্যাচ ধরা পড়েন মারক্রাম। ১০ বল খেলে দুই রানে আউট হন।

2 nd উইকেট: এরপর ব্যাট করতে আসেন ডি জর্জি। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড আউট হন এলগার। ১৫ বল খেলে ৪ রান করেন।

3rd উইকেট: এরপর ব্যাট করতে আসেন ট্রিস্টান স্টাব। তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি নবম ওভারের তৃতীয় বলে বুমরার বলে ক্যাচ আউট হন ট্রিস্টান স্টাব। ক্যাচটি ধরেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা।

4th উইকেট: এরপর ব্যাট করতে নামেন ডেভিড বেডিংহাম। দশম ওভার বল করতে আসেন বামরা। বুমরার বলে জর্জি ক্যাচ আউট হন। ক্যাচ টি ধরেন রাহুল।

এরপর ১১ নম্বর ওভারে বেটিংহাম, বুমরা কে দুটো চার মারেন।

5th উইকেট: এরপর ১৬ তম ওভারে মোঃ সিরাজের বলে ক্যাচ আউট হন বেডিং হোম। ১৭ বল খেলে ১২ রান করেন। জয়সাওয়াল বেডিংহামের ক্যাচটি নিতে কোন ভুল করেননি।

6th উইকেট: এরপর ব্যাট করতে নামেন মার্ক জনসন। একই ওভারে সিরাজের বলে রাহুলের হাতে ধরা পড়েন মার্ক জনসন।

7th উইকেট: 18 তম ওভারে বল করতে আসেন মোঃ সিরাজ। এই ওভারের চতুর্থ বলে চার মারেন ভারেন্যে। ঠিক তার পরের বলে আউট হন ভারেন্যে । এক্ষেত্রে শুভমন গিল ক্যাচ ধরতে কোন ভুল করেননি।

8th উইকেট: এরপর কুড়ি তম ওভার বল করতে আসেন মুকেশ কুমার। ওভারের শেষ বলে বুমরার হাতে ধরা পড়েন মহারাজ।

9th উইকেট: ২৩ তম ওভার বল করতে আসেন জসপৃত বুমরা। পঞ্চম বলে চার মারেন বার্গার ঠিক তার পরের বল অর্থাৎ ওভারের শেষ বলে আউট হন বার্গার। বার্গারের ক্যাচ তালু বদ্ধ করেন জয়সওয়াল।

10th উইকেট: ২৪ তম ওভার বল করতে আসেন মুকেশ কুমার। তার দ্বিতীয় বলে ক্যাচ আউট হন রাবাডা। ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচটি ধরেন শ্রেয়াস আইয়ার।

India vs South Africa Live Score 2nd Test 1st innings:

South Africa 1St innings score:

লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৫৫ রান ১০ উইকেট এর বিনিময়। South Africa 1St innings score 55/10

Wickets:

J Bumrah: 2 উইকেট

M Siraj: 6 উইকেট

M Kumar: 2 উইকেট 

India 1St innings score:

৬০ ওভারেই শেষ দুটি ইনিংস। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৪ তম ওভারে। অপরপক্ষে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৩৬ তম ওভারে। ভারত শেষ ১১ বলে ০ রানে ৬ উইকেট হারায়। ১৫২ রানে ৪ উইকেট ছিল। ১৫৩ রানে শেষ ৬ টি উইকেট হারায়। ভারত ৯৮ রানের লিড নিয়েছে।

Runs:

  1. রোহিত – ৩৯
  2. জয়সয়াল – ০
  3. সুভমণ – ৩৬
  4. কোহলি – ৪৬
  5. স্রেয়াস – ০
  6. রাহুল – ৮
  7. জাদেজা – ০
  8. বুমরা – ০
  9. সিরাজ – ০
  10. প্রসিধ – ০
  11. মুকেশ – ০

Wickets:

  1. রাবাডা – ৩ উইকেট
  2. এনগিডি – ৩ উইকেট
  3. বার্গার – ৩ উইকেট
  4. রান আউট – ১ ( বার্গার)

Leave a Comment