HS Bengali Suggetion 2024 pdf : উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

HS Bengali Suggetion 2024 pdf: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্ন।

HS Bengali Suggetion 2024 pdf:

  1. “….শার্শিতে আটকানো মৌমাছির মত সে মাথা খুঁড়ছে ”—’মৌমাছি’ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? উদ্ধৃতিটি ব্যাখ্যা করো।
  2. বন্ধু হিসেবে নিখিলের চরিত্র বিশ্লেষণ করো।
  3. “ওটা পাশবিক স্বার্থপরতা” – কে , কাকে একথা বলেছে ? কোন বিষয়কে ‘পাশবিক স্বার্থপরতা’ বলা হয়েছে ?
  4. “মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।” – মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন?
  5. “আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের । ‘আসল বাদা ‘ কোনটাকে বলা হয়েছে ? উচ্ছব আর আসল বাদাটার খোঁজ করতে পারল না কেন ? অথবা , “সে বাদাটা বড়ো বাড়িতে থেকে যায় অচল হয়ে।”- বাদাটা , কেন বড়ো বাড়িতে অচল হয়ে থেকে যায় ?
  6. “দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে ” – কে , কার এমন আচরণ করেছিল ? তার এমন আচরণের কারণ কি?
  7. ‘ভাত’ গল্পে উচ্চবের জীবনের যে মর্মান্তিক পরিণতি হয়েছে তার সম্পর্কে লেখো।
  8. “আনুষ্ঠানিকতাই প্রচলিত ধর্মের সঙ্গে মানবধর্মের সবচেয়ে বড়ো বিভেদ ঘটিয়ে দেয়।” — ‘ভারতবর্ষ’ গল্পটি অনুসরণে বিষয়টি বুঝিয়ে দাও ।
  9. অথবা , ‘ভারতবর্ষ‘ গল্পে লেখকের সমাজ সচেতনতার কী পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো ।
  10. “আমি কি তা দেখতে পাচ্ছিসনে?”—কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন? গল্প অনুসারে বক্তার স্বরূপ উদঘাটন করো।
  11. ছোট গল্প হিসেবে ভারতবর্ষ’ গল্পের সার্থকতা বিচার করো।
  12. “বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইলো।” —বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। বুড়ির এমন অবস্থা হওয়ার কারণ কী?
  13. “হটাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল ” – অদ্ভুত দৃশ্যটি কি?
  14. “কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠকিয়ে রাখতে পারতো কে জানে”—সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন?
  15. “সে কখনো করে না বঞ্চনা।”— মন্তব্যটির তাৎপর্য লেখো? আরও দেখুন : মাধ্যমিক বাংলা সাজেশন 
  16. “জানিলাম এ জগত স্বপ্ন নয়।”—কবির এই মন্তব্যের কারণ কি ।
  17. “আগুন জ্বলল আবার”- আবার আগুন জ্বলার কারন কি?
  18. “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল / নামুক মহুয়ার গন্ধ।”- আমার বলতে কবি কার কথা বলেছেন ? কবির এমন ভাবনার কারণ কি ?
  19. “ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে”- তাৎপর্য লেখো?
  20. “গাছগুলো তুলে আনো বাগানে বসাও”—কবির এমন ভাবনার কারণ কি?
  21. “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়”— শহরের অসুখ কি? কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো।
  22. “আমি তা পারি না” – কবি কি পারেন না? কবি কি পারেন?
  23. “কেন ভালোবাসা, কেন বা সমাজ / কীসের মূল্যবোধ!” – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ।
  24. “ক্রন্দনরতা জননীর পাশে” – জননী ক্রন্দনরতা কেন? কবি তার পাশে কিভাবে দাঁড়াতে চেয়েছেন।
  25. “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না।”—জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন?
  26. “বুদ্ধিটা কিকরে এলো তা বলি”- বুদ্ধিটি কি ছিল?
  27. “বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।?”—মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ করে এর মর্মার্থ আলোচনা করো।
  28. “চীনের প্রাচীর যখন শেষ হল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” —কবি এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
  29. “চোখের জলটা তাদের জন্য” —বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো।
  30. শব্দার্থ পরিবর্তনের ধারা গুলি উল্লেখ করে দুটি ধারার উদাহরণ দাও।
  31. প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী?
  32. রূপতত্ত্বের সংজ্ঞা দাও। রূপতত্বের শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো।
  33. বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো।
  34. বাংলা গানের ইতিহাসে মান্না দে-র অবদান আলোচনা করো।
  35. বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো।
  36. বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন / তপন সিংহ অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
  37. দাবা খেলার শ্রষ্টা কে? বাঙালির দাবা খেলার ইতিহাস লেখো।
  38. অভিধানে পট কথার অর্থ কি? বাংলা লোকশিল্পে পট বলতে কি বোঝানো হয়েছে?
  39. বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু / বিধানচন্দ্র রায় এর অবদান লেখো।বিজ্ঞান চর্চায় কাদম্বিনী দেবীর অবদান লেখো।

Leave a Comment