Suchana Seth CEO: সুটকেস থেকে উদ্ধার হলো 4 বছরের ছেলের মৃতদেহ। হত্যাকারী মা!

Suchana Seth news:

লাগেজের মধ্যে পাওয়া গেল চার বছরের শিশুর লাশ। গ্রেপ্তার হয়েছেন মা। বাবা থাকতেন বিদেশে।

মায়ের নাম সূচনা শেঠ । তিনি ভারতীয় এ আই স্টার্ট আপ কোম্পানির (Mindful AI Lab) চিপ এক্সিকিউটিভ অফিসার (Suchana seth CEO) বাচ্চাটির বাবা ভেঙ্কট রমন (Venkat Raman) থাকেন ইন্দোনেশিয়াতে।

সূচনা সেঠ, বাচ্চার মা, গোয়া থেকে ট্যাক্সি করে ফিরছিলেন। সেই সময় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার গোয়ার একটি হোটেলে রুম বুক করেন সূচনা সেঠ (Suchana seth)। সঙ্গে ছিল তার ছেলে। কিন্তু সোমবার রাত্রে যখন তিনি হোটেল ছেড়ে দেন তখন তার সঙ্গে তার ছেলে ছিল না। তাছাড়া হোটেলের সাফাই কর্মীরা তার রুমে রক্তের দাগ দেখতে পান এবং তারা পুলিশকে জানায় ।পুলিশ ট্যাক্সি ড্রাইভার এর সঙ্গে যোগাযোগ করে সূচনা সেঠ কে থানায় আনতে বলেন। তার সুটকেসে বাচ্চার লাশ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছেন, তার কোম্পানির কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সূচনা শেঠের স্বামীকে ও খবর পাঠানো হয়েছে এবং দ্রুত ভারতে আসার জন্য বলা হয়েছে।

নিধিন ভালসান (উত্তর গোয়ার পুলিশ সুপার) বলেছেন “যখন তার লাগেজ খোলা হয় তখন লাগেজের মধ্যে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। তার স্বামী ইন্দোনেশিয়াতে থাকেন এবং তাকে আসার কথা বলা হয়েছে”

চিত্রদূর্গ হিরুর তালুক হাসপাতালের প্রশাসনিক কর্তা ডক্টর কুমার নায়েক সাংবাদিকদের বলেছেন যে “শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। কাপড় বা বালিশ ব্যবহার করে হত্যা করা হয়েছে। শাস রোধে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটিকে হাত দিয়ে শ্বাসরোধ করা হয়েছে বলে মনে হয় না। দেখে মনে হচ্ছিল বালিশ বা অন্য কোন জিনিস ব্যবহার করা হয়েছে । শরীরের রক্তক্ষরণের কোন চিহ্ন ছিল না।”

কুমার নায়েক আরো বলেছেন যে, তারা সঠিক সময় বলতে পারছেন না। তবে অত্যন্ত ছত্রিশ ঘন্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

হোটেলের রুমে কোনো অস্ত্র ছিল না। একজোড়া কাঁচি দিয়ে কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। হোটেলের রুমে যে রক্তের দাগ পাওয়া গিয়েছিল তার নমুনা ডি এন এ (DNA) টেস্টের জন্য পাঠানো হয়েছে।

সূচনা শেঠ কে? (Who is Suchana Seth):

Suchana Seth
Suchana Seth with her son

সূচনা সেট একজন এআই এথিকস(AI Ethics) এক্সপার্ট এবং ডেটা সায়েন্টিস্ট। মাইন্ড ফুল এ আই ল্যাব (Mindful AI Lab) এর প্রতিষ্ঠাতা। মাইন্ড ফুল আই ল্যাব হল একটি টেকনিক্যাল সেন্টার। এই কোম্পানি এ.আই পরিষেবা প্রদান করে। ২০০৮ থেকে ২০১১ সালের পর্যন্ত সূচনা রমণ রিসার্চ ইনস্টিটিউট (Raman Research Institute) এ রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। Saatvik Machine Intelligence Technologies Private Limited এর একজন ডিরেক্টর আছেন সূচনা সেঠ।

সূচনা শেঠের স্বামী (Suchana Seth’s Husband):

তার স্বামী ভেঙ্কট রমন পি আর একজন ডেটা সায়েন্টিস্ট এবং পদার্থবিদ্যায় ডক্টরেট। ভেঙ্কট রমন বর্তমানে একটি ফাইনান্স কোম্পানির এক্সিকিউটিভ। সূচনা সেঠ ও তার স্বামীর মধ্যে সম্পর্ক ভালো নয়। পারিবারিক সমস্যা ও ছেলের হেফাজত নিয়ে তাদের মধ্যে মামলা চলছে।

Leave a Comment