Ayodhya Masjid: আগামী 22 জানুয়ারি সোমবার বহু প্রতিক্ষিত রামমন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি (PM Modi)। ইতিমধ্যেই সারা ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত হিন্দুদের মধ্যে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রামমন্দিরের পাশাপাশি অযোধ্যা মসজিদও নির্মাণ হওয়ার কথা ছিলো। কিন্তু অযোধ্যার মসজিদের (Ayodhya Masjid) কাজ কতদূর এগিয়েছে তার কোনো খবর নেই।
২০১৯ সালে অযোধ্যা বিতর্কিত বাবরি মসজিদ (Babri Masjid) জমি মামলার রায়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল, হিন্দুদের ২.৭৭ একর জমি দেওয়া হবে।পাশাপাশি মুসলিম পক্ষকেও পাঁচ একর জমি দেওয়া হবে।সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোধ্যা জেলার ধন্যিপুরে সেই জমি দেওয়া হয়েছিল।
অযোধ্যা মসজিদের বর্তমান অবস্থা (Ayodhya Masjid)
একদিকে যখন রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন হতে চলেছে, অপরদিকে মসজিদের প্রস্তাবিত জমি এখনও খাঁ খাঁ করছে। বাচ্চাদের সেখানে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। ভাবতে অবাক লাগে যে দীর্ঘদিনের এই আন্দোলনের ফলে পাওয়া জমি আজও পড়ে রয়েছে। কিন্তু মহম্মদ বিন আবদুল্লা মসজিদ (Mohammad Bin Abdullah Masjid )কেন এখনও তৈরি হল না? তার কোনো সদুত্তর নেই।
আরো পড়ুন : লোহা-ইস্পাত ছাড়া শুধু পাথর দিয়ে কিভাবে তৈরী হলো রামমন্দির?
অযোধ্যার মসজিদের সৌন্দর্যের কাছে হার মানতে হবে বিশ্বের আশ্চর্য তাজমহলকেও। কিন্তু বাস্তবে এখনও শুরুই করা হয়নি মসজিদ নির্মাণকাজ। মসজিদ হলে এলাকার ভোলই বদলে যেত বলে মনে করা হয়। সেই অপেক্ষাতেই রয়েছেন স্থানীয় বসিন্দারা।
মসজিদ এর ভবিষ্যত (future of Ayodhya Masjid):
ওয়াকফ বোর্ডের স্থানীয় প্রতিনিধি নইম খান ক্ষোভ ও অভিমানের সুরে জানান, “দুটো কারণে এখনো কাজ শুরু হয়নি। প্রথমত, অর্থের অভাব। দ্বিতীয়ত, মসজিদ বানানোর নকশা এখনও প্রস্তুত হয়ে উঠেনি। আগে প্রাথমিক ভাবে যে নকশা তৈরি করা হয়েছিল সেটা বাতিল হয়ে গেছে। তাই নতুন নকশা না পাওয়া অবধি কাজ শুরু হবে না।”
নঈম আরও জানান, ”নতুন নকশায় মসজিদে পাঁচটি মিনার থাকছে। যেটা আগের নকশায় ছিলো না। কিন্তু এই নকশায় কাজ হবে কিনা তার এখনও কোনো সবুজ সংকেত মেলেনি। কবে কাজ শুরু হবে তাও ঠিক হয়নি।”
আরো জানুন : রামমন্দির উদ্বোধনের দিন কেন বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হলো?
রামমন্দির প্রসঙ্গে নইম খান বলেন, “সমস্ত বিকাশ রামমন্দিরেই হয়েছে। মন্দির তৈরির দায়িত্বে ছিলো ট্রাস্ট। তারপরেও কেন সরকার এর সাথে যুক্ত হলো? অযোধ্যায়মন্দির হলেও, সেখান থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে কেন এখনো মসজিদের কাজ শুরু হয়নি – সেব্যাপারে রাজ্য সরকার বা কেন্দ্র কোনও খোঁজখবর নেয়নি!”