Pradhan Mantri Suryodaya Yojana 2024: এক কোটি পরিবারের ছাদে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এর আওতায় বিনামূল্যে লাগানো হবে সোলার রুফটপ সিস্টেম ( Solar Rooftop)। অযোধ্যায় রামলালার উদয়ের পাশাপাশি দেশের গরীব মানুষের জন্য উদয় হল প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Pradhan Mantri Suryodaya Yojana 2024)। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Yojana) গরিবদের জন্য প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্প ঘোষণা করলেন। এই প্রকল্পের সম্পর্কে আলোচনা করা হলো আজকের নিবন্ধে।
অযোধ্যায় রাম মন্দির এ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণের জন্য আরও একটি খুশির খবর শোনালেন। জনসাধারণকে আরো একটি সুন্দর প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া এক্স এ একটি পোষ্টের মাধ্যমে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার (Pradhan Mantri Suryodaya Yojana 2024) কথা প্রকাশ করেন।
PM Modi Suryodaya Yojana র উদ্দেশ্য:
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল গরিব জনসাধারণের বিদ্যুৎ বিল হ্রাস করা। বাড়ির ছাদ থেকে উৎপন্ন বিদ্যুতের সাহায্যে জনসাধারণ ব্যবহার করতে পারবে বাড়ির নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ। প্রত্যেকের বাড়ির ছাদে থাকবে সোলার প্যানেল। এর ফলে বিদ্যুতের বিল কমবে। তার ফলে মধ্যবিত্ত ও গরিব মানুষজন যথেষ্ট উপকৃত হবেন। সেই সঙ্গে ভারতও স্বনির্ভর শক্তির দিকে এক পা এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনা কি ( What is Pradhan Mantri Suryodaya Yojana 2024)?
এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিলের সাশ্রয়ের পাশ স্বনির্ভর শক্তির সূচনা করা হলো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার প্রধান উদ্দেশ্য এক কোটিরও বেশি দরিদ্র এবং মধ্যবিত্ত ব্যক্তিদের এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয় এটি একটি দূষণমুক্ত শক্তির উৎস এই অপ্রচলিত শক্তি উৎসের উপর নির্ভর করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে
আরও পড়ুন: জাগো প্রকল্প (Jaago Prakalpa) এর আবেদন কিভাবে করবে?
কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন?:
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার (Pradhan Mantri Suryodaya Yojana 2024) সুবিধা পেতে গেলে উপভোক্তাকে কি কি শর্তাবলির আওতায় থাকতে হবে সেগুলি হল:
- আবেদনকারী কে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে
- আবেদনকারী কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে হবে না।
- আবেদনকারীর বাৎসরিক আয় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- আবেদনকারী কে প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে সাবমিট করতে হবে
প্রয়োজনীয় নথিপত্র:
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে যে যে নথিপত্র প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো:
- আধার কার্ড
- বিদ্যুতের বিল
- স্থায়ী বসবাসের প্রমাণপত্র
- ইনকাম সার্টিফিকেট
- মোবাইল নম্বর
- ব্যাংক ডিটেলস
- রেশন কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
How to apply for Pradhan Mantri Suryodaya Yojana 2024:
সূর্যোদয় যোজনার আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে পি এম সূর্যোদয় যোজনার অনলাইন এপ্লিকেশন স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলি হলো
- প্রথমে প্রধানমন্ত্রী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোমস্ক্রিনে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ২০২৪ এর সর্বশেষ আপডেট গুলি লক্ষ্য করতে হবে
- প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ২০২৪ এর অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন
- এরপর একটি আবেদন পত্র হোমস্ক্রিনে খুলে যাবে
- এরপর শূন্যস্থান গুলিতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ই যা যা তথ্য চাইবে সমস্ত তথা পূর্ণ করতে হবে
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে।
- ফরম ফিলাপ হয়ে গেলে সমস্ত তথ্য গুলি আরেকবার যাচাই করে নেবেন
- সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে প্রয়োজনে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট নিতে পারেন
ভারতের বর্তমানে সৌর ক্ষমতা কত:
শক্তি মন্ত্রকের অর সাইটের তথ্য অনুসারে ২০২৩ সালের মধ্যে ৭৩. ৩১ গীগাওয়াটে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে ১১. ০৮ গিগাবাইট রুফ টপ সোলার পাওয়ার হয়েছে। বর্তমান পরিসংখ্যা অনুযায়ী ভারতের শক্তির চাহিদা আগামী বছরগুলিতে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এই ধরনের প্রকল্প খুবই কার্যকারী হবে।
Pradhan Mantri Suryodaya Yojana 2024 official link
Pradhan Mantri Suryodaya Yojana 2024 official link প্রকাশিত হলে তার লিংক WBKhabar.com এ পেয়ে যাবেন।