Filmfare Awards 2024: বলিউড এর সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড শো ফ্লিম ফেয়ার অনুষ্ঠান হয়ে গেলো। এবারের ৬৯তম ফিল্ম ফেয়ার অনুষ্ঠান ছিল। বলিউডের সবথেকে বড় অ্যাওয়ার্ড (Filmfare Awards 2024) শো এটি।
রবিবার সন্ধেয় ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে রণবীর আলিয়া যেন হয়ে উঠেছিলেন প্রধান। নেচে-গেয়ে আসর তো মাতালেন, সেই সঙ্গে একাধিক পুরস্কারও নিয়ে বাড়ি ফিরলেন তারকা দম্পতি। 2023 এর সবথেকে বেশি ব্যবসা দেওয়া শাহরুখ খানও পাত্তা পায়নি তাদের কাছে। তাকে টেক্কা দিলেন অ্যানিম্যাল রণবীর কাপুর। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে পিছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন আলিয়া ভাট।
পুরস্কার তালিকা(Filmfare Awards 2024 Winners List) :
বিষয় | নাম | নমিনেশন নাম |
সেরা সিনেমা (পপুলার) | টুয়েলভথ ফেল | জওয়ান, টুয়েলভথ ফেল ওএমজি ২, পাঠান, রকি অউর রানি। |
সেরা সিনেমা (ক্রিটিকস) | জোরাম | জোরাম, টুয়েলভথ ফেল, সাম বাহাদুর, জিগাটো, থ্রি অফ আস, ভিড়, ফরাজ। |
সেরা পরিচালক | বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) | অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান) |
সেরা অভিনেতা | রণবীর কাপুর (অ্যানিম্যাল) | রণবীর সিং (রকি অউর রানি), শাহরুখ খান (ডাঙ্কি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (সাম বাহাদুর) |
সেরা অভিনেতা (ক্রিটিকস) | বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল ) | অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ অহলাট ( থ্রি অফ আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভিড়), ভিকি কৌশল (সাম বাহাদুর)। |
সেরা অভিনেত্রী | আলিয়া ভাট (রকি অউর রানি) | ভূমি পেড়নেকর (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আডবানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডাঙ্কি)। |
সেরা অভিনেত্রী (ক্রিটিকস) | শেফালি শাহ (থ্রি অফ আস) | রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে),দীপ্তি নাভাল (গোল্ড ফিশ), ফতিমা সানা শেখ (ধক ধক), শায়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জিগাটো) |
সেরা সহ-অভিনেতা | ভিকি কৌশল (ডাঙ্কি) | আদিত্য রাওয়াল (ফারাজ)
অনিল কাপুর (অ্যানিম্যাল) ববি দেওল (অ্যানিম্যাল) ইমরান হাশমি (টাইগার 3) তোতা রায় চৌধুরী (রকি অর রানি কি প্রেম কাহানি) ভিকি কৌশল (ডানকি) |
সেরা সহ-অভিনেত্রী | শাবানা আজমি (রকি অউর রানি) | জয়া বচ্চন (রকি অর রানি কি প্রেম কাহানি)
রত্না পাঠক শাহ (ঢাক ঢাক) শাবানা আজমি (ঘুমের) শাবানা আজমি (রকি অর রানি কি প্রেম কাহানি) তৃপ্তি দিমরি (অ্যানিম্যাল) ইয়ামি গৌতম (OMG 2) |
সেরা লিরিকস | অমিতাভ ভট্টাচার্য (জরা হটকে জরা বাঁচকে) | অমিতাভ ভট্টাচার্য (তেরে বাস্তে- জারা হাতকে জারা বাঁচকে)
অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অর রানি কি প্রেম কাহানি) গুলজার (ইটনি সি বাত- সাম বাহাদুর) জাভেদ আখতার (নিকলে দ্য কাভি হাম ঘর সে- ডানকি) কুমার (চালেয়া- জওয়ান) সিদ্ধার্থ- গরিমা (সতরঙ্গ- অ্যানিম্যাল) স্বানন্দ কিরকিরে এবং আইপি সিং (লুট পুট গায়া- ডানকি) |
সেরা মিউজিক অ্যালবাম | অ্যানিম্যাল | ডানকি (প্রীতম)
অ্যানিম্যাল জওয়ান (অনিরুধ রবিচন্দর) পাঠান (বিশাল ও শেখর) রকি অর রানি কি প্রেম কাহানি (প্রীতম) তু ঝুথি আমি মক্কার (প্রীতম) জারা হাতকে জারা বাঁচকে (শচীন-জিগর) |
সেরা গায়ক | ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি) | অরিজিৎ সিং (লুট পুট গয়া- ডানকি)
অরিজিৎ সিং (সতরঙ্গ- অ্যানিম্যাল) ভূপিন্দর বাব্বল (অর্জন ভাইলি- অ্যানিম্যাল) শহীদ মাল্য (কুদময়ী- রকি অর রানি কি প্রেম কাহানি) সোনু নিগম (নিকলে দ্য কাভি হাম ঘর সে- ডানকি) বরুণ জৈন, শচীন- জিগার, শাদাব ফরিদি, আলতামাশ ফরিদি (তেরে ওয়াস্তে ফলক- জারা হাতকে জারা বাচকে) |
সেরা গায়িকা | শিল্পা রাও (বেশরম রং) | জোনিতা গান্ধী (হেই ফিকার- সকাল ৮টা মেট্রো)
দীপ্তি সুরেশ (আরারারি রারো- জওয়ান) শিল্পা রাও (বেশরাম রং- পাঠান) শিল্পা রাও (চালেয়া- জওয়ান) শ্রেয়া ঘোষাল (তুম কেয়া মিলে-রকি অর রানি কি প্রেম কাহানি) শ্রেয়া ঘোষাল (ভে কমলেয়া- রকি অর রানি কি প্রেম কাহানি |
সেরা গল্প | অমিত রাই (ওএমজি ২) | অমিত রাই (OMG 2) অনুভব সিনহা (ভেদ)আটলি (জওয়ান)দেবাশীষ মাখিজা (জোরাম)ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় (রকি অর রানি কি প্রেম কাহানি)করণ শ্রীকান্ত শর্মা (সত্যপ্রেম কি কথা)পারিজাত জোশী এবং তরুণ দুদেজা (ধাক ধাক) সিদ্ধার্থ আনন্দ (পাঠান) |
সেরা চিত্রনাট্য | টুয়েলভথ ফেল | বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) অমিত রাই (ওএমজি 2)ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় (রকি অর রানি কি প্রেম কাহানি)ওমকার অচ্যুত বারভে, অর্পিতা চ্যাটার্জি এবং অবিনাশ অরুণ ধাওয়ারে (আমাদের তিনজন)সন্দীপ রেড্ডি বঙ্গ, প্রণয় রেড্ডি বঙ্গ এবং সুরেশ বান্দারু (প্রাণী)শ্রীধর রাঘবন (পাঠান) |
সেরা সংলাপ | রকি অউর রানি | সুমিত অরোরা (জওয়ান)
বরুণ গ্রোভার, শোয়েব জুলফি নাজির (আমাদের তিনজন) বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) ঈশিতা মৈত্র (রকি অর রানি কি প্রেম কাহানি) আব্বাস টায়ারওয়ালা (পাঠান) অমিত রাই (ওএমজি 2) |
Filmfare Awards 2024 FAQ:
Q: ফিল্ম ফেয়ার আওয়ার্ড 2025 (Filmfare Awards 2024 best actor) সেরা অভিনেতা কে?
A: রণবীর কাপুর (সিনেমা: অ্যানিমাল)
Q: ফিল্ম ফেয়ার আওয়ার্ড2024 নমিনেশন সিনেমাগুলো কি কি (Filmfare Awards 2024 nomination)?
A: সেরা সিনেমা (পপুলার):জওয়ান, টুয়েলভথ ফেল, ওএমজি ২, পাঠান, রকি অউর রানি।
সেরা সিনেমা (ক্রিটিকস): জোরাম, টুয়েলভথ ফেল, সাম বাহাদুর, জিগাটো, থ্রি অফ আস, ভিড়, ফরাজ।