Argentina football: ফিফা উইন্ডোতে মার্চে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ফিফা উইন্ডোতে ইউরোপে সফর করতে যাচ্ছে ব্রাজিল। ইউরোপের দুই শক্তিশালী পরাশক্তি ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলের ম্যাচের সূচি আগে থেকে নিশ্চিত থাকলেও আর্জেন্টিনার সূচি নিয়ে বেশ আঁধারের মধ্যে ছিল ফুটবল প্রেমীরা। তবে এখন তা দূর হয়েছে। কোপা আমেরিকার আগে এই মার্চেই ফিফা উইন্ডোতে এশিয়া সফরে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
জুনে মাসে শুরু হচ্ছে কোপা আমেরিকার (COPA AMERICA 2024)। এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া আর্জেন্টিনা। তার আগে নিজেদের দেখে নিতে খেলবে প্রীতি ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বৈঠক সেরেছেন কার সাথে খেলবে জানা গেছে আর্জেন্টিনার প্রতিপক্ষ দলের নাম। মার্চে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা। এই সফরে তারা যাবে চীনে। চীনের বিশাল ফুটবল ভক্ত অনেক, এছাড়া মেসির জন্য চীনের মানুষ অপেক্ষা করবে। আর্থিক বাজারের কথা মাথায় রেখেই চীনে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে চীনে এলেও চীনের বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার ফুটবল খেলিয়ে দুটি দেশ নাইজেরিয়া ও আইভরি কোস্ট। প্রথম ম্যাচে
চীনের হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচটি আইভরি কোস্টের বিপক্ষে বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে খেলবে।
সরকারি ভাবে ম্যাচের সূচি প্রকাশিত হয়নি। যদিও প্রতিপক্ষ ও ভেন্যু ঠিক হয়ে গেছে। সম্ভবত ১৮ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যেই এই ম্যাচ দুটি হবে।
চিন সফরে চীনের সঙ্গেও একটা ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু ওই সময়ে চিন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে। তাই এবারে চীনের সঙ্গে ম্যাচটি হচ্ছে না।
এবারের কোপা আমেরিকার আগে আপাতত এই দুটি ম্যাচই খেলবে আর্জেন্টিনা। এরপর ২১ জুন কোপা আমেরিকায় মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।