Ayodhya Ram Mandir: লোহা, সিমেন্ট ছাড়াই শুধু পাথর দিয়ে তৈরি হলো রাম মন্দির। কি এই রহস্য ?

Ayodhya Ram Mandir construction অযোধ্যা রাম মন্দির নির্মাণ সামগ্রী (Ayodhya Ram Mandir construction materials):

রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরি করতে কোনোরকম লোহা বা ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। শুধুমাত্র পাথর দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছে।

WBKHABAR.COM: ২২ জানুয়ারি বহু প্রতিক্ষিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন নির্ধারিত হয়েছে। কিন্তু এখনো অবধি মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। তবে গর্ভগৃহ তৈরির কাজ শেষ হয়েছে । সেখানেই স্থাপন করা হবে রামলালার মূর্তি। তার আগে প্রকাশিত হয়েছে রাম মন্দিরের বিভিন্ন ছবি। ছবিগুলো প্রকাশ করেছে রাম মন্দির ট্রাস্ট। তাতে দেখা গিয়েছে এই মন্দিরের জাঁকজমকপূর্ন সৌন্দর্য।

তবে আশ্চর্য বিষয় এই, এই মন্দির তৈরি করতে কোনোরকম লোহা বা ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। শুধুমাত্র পাথর দিয়ে মন্দির নির্মাণ করা হয়। (Ayodhya ram mandir construction materials)

প্রাচীন ভারতের প্রায় সব মন্দিরই পাথর দিয়ে তৈরি। কিন্তু, সেগুলি নির্মাণ করা হয়েছিল শত শত বছর আগে। কিন্তু একুশ শতকে এসেও, কেন আধুনিক নির্মাণ সামগ্রীর বদলে, রাম মন্দির নির্মাণের জন্য কেবলমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে? – এর পিছনে কি কোনও ধর্মীয় কারণ রয়েছে? নাকি রয়েছে বৈজ্ঞানিক কোনো যুক্তি।

আরো দেখুন : সাবধান, রামমন্দির উদ্বোধনের দিন বাড়ির বাইরে বেরোবেন না। কিন্তু কেন?

রুরকির সিএসআইআর (CSIR) সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (Central Building Research Institute) ডিরেক্টর রামঞ্চরালা প্রদীপ কুমার এই প্রসঙ্গে জানান, “এর মধ্যে কোনো ধর্মীয় কারণ নেই। আসলে মন্দিরটিকে ভূমিকম্প- এর হাত থেকে রক্ষা করতে, মন্দির নির্মাণের সময় লোহা, ইস্পাত এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাথরের আয়ু দীর্ঘদিন থাকে। কিন্তু অন্যান্য নির্মাণ সামগ্রী যথা ইস্পাত, লোহা কিংবা সিমেন্ট ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়। লোহায় একটা সময় পরে মরচে ধরবে। তাই মন্দির নির্মাণে লোহা বা ইস্পাতের ব্যবহার করা হয়নি।”

প্রাচীন পাথরের মন্দিরগুলি আজও অক্ষত অবস্থায় রয়েছে। একটি বিশেষ ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দির নির্মাণে। এগুলি রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে আনা হচ্ছে। এই পাথরগুলি শুধু শক্তিশালীই নয়, এগুলো অত্যন্ত টেকসই। প্রতিটি পাথরে খাঁজ কেটে কেটে, সেই খাঁজে অন্য আর একটি পাথর বসানো হয়েছে। এই দুই পাথরের মধ্যেও কোন সিমেন্ট দেওয়া হয়নি। এটা আসলে নাগারা নির্মাণ রীতি। এই রীতিতে খাজুরাহো মন্দির, সোমনাথ মন্দির এবং কোনারকের সূর্য মন্দির নির্মিত হয়েছে।

1 thought on “Ayodhya Ram Mandir: লোহা, সিমেন্ট ছাড়াই শুধু পাথর দিয়ে তৈরি হলো রাম মন্দির। কি এই রহস্য ?”

Leave a Comment