B Ed College Cancel List: বাতিল হলো ২৫৩ টি B ED কলেজ এর সরকারি অনুমোদন! মাথায় হাত পরীক্ষার্থীদের

রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের সরকারি অনুমোদন ‘বাতিল’(B Ed College Cancil List) হল। এই কলেজগুলির অনুমোদন পুনর্নবীকরণ হবে না বলে জানিয়ে দিল রাজ্যের B ED বিশ্ববিদ্যালয়।

কলেজ চালানোর জন্য কেন্দ্র যে শর্ত দিয়েছিলো তা ওই কলেজগুলিতে পালন করা হয়নি। রাজ্যের বি আর অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে আগে থেকে সতর্ক করা হলেও কয়েকটি বেসরকারি কলেজ তা মানেনি । সে জন্য শর্ত না মানা কলেজগুলির অনুমোদন বাতিল করা হয়েছে। ফলে এই মুহূর্তে অনিশ্চয়তার মুখে রয়েছে হাজার হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ।

শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষন দেওয়া হয় এই b ed কলেজগুলিতে । রাজ্যে সরকারি কলেজের সংখ্যা মাত্র ২৪টি। বেসরকারি কলেজের সংখ্যা অনেক বেশি, ৬২৪ টি।বেসরকারি কলেজগুলিতে শিক্ষকতার প্রশিক্ষণ নেন কয়েক লক্ষ ছাত্র ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে প্রত্যেকের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত। 

এ মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ঘোষণায় আকাশ ভেঙে পড়েছে পড়ুয়াদের মাথায়। সাধারণত শিক্ষকের চাকরির জন্যই বিএড কোর্স করতে হয়। তাই বিএড কলেজ বাতিল হওয়ার খবর শুনে মাথায় হাত ছাত্রছাত্রীদের। এত টাকা খরচ করে কোর্স আদৌ শেষ করা সম্ভব কি না সেটাই ভাবার।

যে নিয়মের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়, তা নির্ধারণ করে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বা এনসিটিই (NCTE)।নিয়ম অনুযায়ী, কলেজগুলিতে ছাত্র এবং শিক্ষকের সংখ্যার নির্দিষ্ট অনুপাত বজায় রাখতে হবে। বিএড বিশ্ববিদ্যালয় কলেজগুলিকে বছরের শুরুতে সেই নিয়মের কথা বলে দিয়েছিল ।কিন্ত ২৫৩ টি কলেজ সেই নিয়ম মানেনি। তাই তাদের অনুমোদন বাতিল করা হয়।

প্রতি বছর সরকারি অনুমোদন পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হয় বেসরকারি কলেজগুলিকে। এ বছর সেই আবেদনের পূর্বে শর্ত জানিয়ে দেওয়া হয়। ৪ অক্টোবর অনুমোদনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল । জমা পড়া আবেদনগুলি যাচাই করে দেখা যায়, বেসরকারি কলেজগুলির মধ্যে প্রায় ৩৫০ টি কলেজ নিয়ম মেনেছে। সরকারি বিএড কলেজগুলিও নিয়ম মেনেছে । কিন্তু বাকি কলেজগুলি মানেনি। এর পরেই বাকি ২৫৩টি কলেজের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএড বিশ্ববিদ্যালয়।

তবে এখন এই বিশ্ববিদ্যালয়গুলি অনুমোদন না পেলেও NCTE শর্ত মেনে ছাত্র-শিক্ষকের অনুপাত ঠিকঠাক বজায় রেখে আবারও আবেদন করতে পারে। তাহলে তারা আবার অনুমোদন পেতে পারে । যদি NCTE র শর্ত ঠিক সময়ে অনুমোদন না পাওয়া যায়, তবে পাঠরত ছাত্রছাত্রীরা শেষ সেমেস্টার দেওয়ার পর সরকার অনুমোদিত কলেজের সার্টিফিকেট পাবেন কিনা তার অনিশ্চয়তা দেখা দিতে পারে।

NCTE স্বীকৃত কলেজের তালিকা(WB) দেখতে নিচে ক্লিক করুন।

NCTE Recognised Institution West Bengal

Leave a Comment