Babar Azam vs Irfan Pathan: CWC 2023 ইরফানের মুখের উপর জবাব বাবরের!

বাবর বনাম ইরফান (Babar Azam vs Irfan PathanBabar Azam vs Irfan Pathan) কিংবা ভারত বনাম পাকিস্তান বিষয়টি সবসময়য়ের জন্য উত্তেজনাপূর্ণ। তাও আবার আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023 (ICC CWC 2023) ম্যাচে ইন্ডিয়ার কাছে হারার পর উত্তেজনার পারদ আরো চড়েছে। তার সঙ্গে আগুনে ঘি মিশিয়েছেন ইরফান পাঠান। পাকিস্তানকে হারিয়ে আফগান স্টার রশিদ খান ও ইরফানের নাচ এখনো পাক মিডিয়া সহ্য করতে পারেনি। এমনকি আফগানদের বাড়িতে আমন্ত্রণ করে আপ্যায়ন করিয়েছেন ইরফান পাঠান। টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত ১০ এ ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেছে।

পাকিস্তান মিডিয়ার প্রতিক্রিয়া:

CWC 2023 এ পাকিস্তানের পারফরম্যান্স ভালো নয়। তা নিয়ে পাক মিডিয়া বিভিন্ন সময়ে নানা রকমের মন্তব্য করছে।

  • কখনো বলছে ভারতের বোলারদের আইসিসি (ICC) অন্য বল দিচ্ছে।
  • কখনো বলছে ভারতের বোলিং এর সময় পিচে কেমিক্যাল স্প্রে করছে।
  • কখনও আবার পিচ বদলে দিচ্ছে নিজেদের সুবিধামত।
  • আবার কেউ কেউ বলছেন যে ম্যাচ ফিক্সিং হয়েছে।

ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) তুলনামূলক আলোচনা:

  • আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট টিম এক দিনের ক্রিকেটে এ ক্রমতলিকায় ১নং (ODI Rank No.1) এ ছিল। কিন্তু বর্তমানে ভারত, পাকিস্তান কে সরিয়ে সেই স্থান দখল করেছে।
  • ODI ব্যাটিং ক্রমতালিকায় বাবর এক নম্বরে ছিল। কিন্তু তাকে সরিয়ে এক নম্বরে (#1) উঠে এসেছে ভারতের ওপেনার ব্যাটসম্যান শুভমন গিল (Subhman  Gill)।
  • ভারতের পেস বোলার মোহাম্মদ সিরাজ (Md  Siraj) ওডিআই  ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছে। সেখানে শাহীন আফ্রিদি (Shahinsha Afridi) পিছনে পড়ে গেছেন।
  • ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩ ফাইনালে (World Cup Cricket 2023 Finale) উঠেছে কোন একটি ম্যাচ না হেরে। সেখানে পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে নি।

বাবর আজমের প্রতিক্রিয়া

চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া পাকিস্তান এর তিক্ত সম্পর্ক শুধুমাত্র ২২ গজে সীমাবদ্ধ নেই। কাশ্মীর তার অন্যতম কারণ। আর তারই প্রতিক্রিয়া উগ্রে দিয়েছেন বাবর আজম। স্টার স্পোর্টস (Star Sports Network) এর তরফ থেকে ইরফান পাঠান ইন্টারভিউ নেওয়ার জন্য বাবরকে ফোন করেছিলেন। বাবর তা মুখের উপর জবাব দিয়ে দিয়েছেন বাবর বলেছেন- “আমি তাদের সঙ্গে কথা বলি না যারা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে”। তাছাড়া কিছুদিন আগে শোনা গিয়েছিল যে বাবরের হোয়াটসঅ্যাপ চ্যাট পাক মিডিয়া ফাঁস করে দিয়েছে।

Babar Azam vs Irfan Pathan
From X

বাবরের পদত্যাগ:

ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩ থেকে ছিটকে গিয়ে বাবর আজম সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়েছেন। তার আগে ইনজামাম উল হক নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

স্বদেশে ফিরলো পাক দল:

পাকিস্তান ক্রিকেট দল যখন দেশে পৌঁছালেন তখন কড়া পুলিশি নিরাপত্তার সাথে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে বাধ্য হন প্রশাসনিক দপ্তর। কারণ বিশ্বকাপে তাদের পারফরম্যান্স খুব খারাপ হয়েছে। জনগণের প্রত্যাশা তারা মেটাতে পারেনি। এহেন চির প্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে তাদের পারফরম্যান্স আরো খেপিয়ে তুলেছে পাকিস্তানের জনগণকে।

Leave a Comment