ফুটবল বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার Ballon D’or । প্রত্যেক বছর ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে ব্যালন ডি’ অর পুরস্কার দেওয়া হয় । ১৯৫৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হচ্ছে । ৬৭ বছর ধরে এই পুরস্কার দেওয়া চলছে।। ব্যাক্তিগত ভাবে এটাই ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার।এবার প্রথাগত নিয়ম ভেঙে মৌসুমের পারফর্মেন্স এর উপর ভিত্তি করে ব্যালন ডি’অর ঘোষণা করা হবে। এই নিয়ে দ্বিতীয়বার সিজনের পারফরমেন্স অনুযায়ী বিজেতার নাম ঘোষণা করা হবে।আগে সারা বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হতো।
ভারতীয় সময় আজ রাত ১১.৩০ টা থেকেই ফুটবলাররা রেড কার্পেটে উপস্থিত হবেন। Sony sports network এবং sony liv চ্যানেলে এই প্রোগ্রাম দেখা যাবে। এছাড়া লেকিপের youtube চ্যানেলে এই প্রোগ্রাম দেখা যাবে।এদিন নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগের সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের কেপা ট্রফি এবং গোলরক্ষকদের লেভ ইয়াসিন ট্রফি দেওয়া হবে । এছাড়া সেরা স্ট্রাইকার এবং মাঠের বাইরের অবদানের জন্য থাকবে সক্রেটিস ট্রফি দেওয়া হবে।কয়েকটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, এবারের ব্যালন ডি’অর পেতে চলেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে। কাতারে বিশ্বকাপ জেতায় রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর তার হাতেই উঠবে বলে মনে করা হচ্ছে।
এবারের ব্যালন ডি’অরের জন্য বেছে নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই অবধি সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি PSG এর হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি।নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও দারুণ শুরু করেছেন । তাই হয়তো রেকর্ড ৮ম ব্যালনই জিততে চলেছেন লিওনেল মেসি।
মেসির ব্যালন ডি’অরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। তিনি গত সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। সিটির হয়ে ট্রেবল জিতেছেন।গোল করেছেন ৫২টি। উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাবও জিতেছেন । যে কারণে হলান্ডও খেতাব জয়ের অন্যতম দাবিদার।