Children’s Day 2023:১৪ ই নভেম্বর কেন শিশু দিবস পালিত হয়

সারা বিশ্বে শিশু দিবস (Children’s Day 2023) পালন করা হয় ২০ নভেম্বর।কিন্ত ভারতে ১৪ ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। শিশুদের সুস্থ ভাবে বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করতে এই দিনটি পালন করা হয়।

কেন শিশু দিবস পালন করা হয় :

১.শিশুরা যাতে সুস্থ জীবনযাপন করতে পারে, তা সুনিশ্চিত করা।

২. শিশুরা যেন তাদের সুস্থ জীবনযাপন করতে পারে তার সুনিশ্চিত করণ।

আজকের ছোট্ট ছোট্ট খুদেরাই আগামীদিনের পৃথিবীর ভবিষ্যৎ। এরাই ভবিষ্যতের পৃথিবী গড়ে তুলতে চলেছে। তাই যাতে তারা সুস্থ স্বাভাবিক ভাবে বড় হয়ে ওঠাতে পারে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছেন , ” আমরা শিশুদের কীভাবে মানুষ করছি, তার উপর নির্ভর করছে দেশের ভবিষ্যত চেহারা।” আমাদের দেশে তাঁরই জন্মদিনে পালিত হয় শিশু দিবস। তবে আগেকার দিনে ২০ নভেম্বর পালন করা হত। এখনও ২০ নভেম্বর সারা বিশ্বে শিশু দিবস পালিত হয়।

কবে থেকে শুরু হয় শিশু দিবস :

১৯৫৪ সালে প্রথম জাতিসংঘ শিশু দিবস পালন করা শুরু করে। তখন থেকেই দিনটি ২০ নভেম্বর পালন করা হয়। ১৯৫৯ সালে এই দিনে জাতিসংঘ কনভেনশন অন রাইট অফ দ্য চাইল্ড প্রতিষ্ঠা করে। এই বিশেষ সংগঠনটি সারা বিশ্ব জুড়ে শিশু ও টিনএজারদের অধিকার নিয়ে কাজ করে। ১৯৫৯ সাল থেকে আজকের দিনটি এই সংগঠনের জন্মবার্ষিকী হিসেবেও পালন করা হয়।শুধু এই একটি দিন শিশুদের জন্য পালন করা হয় তা নয়। খুদে শিশুদের নানা ব্যাপারে সারা বিশ্বকে সচেতন করার জন্য একটি সপ্তাহ গ্রহণ করা হয়েছে। এই বছর ১৪ থেকে ২০ নভেম্বর সেই সপ্তাহ পালন করা হচ্ছে।

UNICEF এর থিম 2023:

প্রতি বছরই জাতিসংঘ কোনও না কোনও থিম ঠিক করে। জাতিসংঘের বিশেষ সংগঠন UNICEF বছরভর সারা বিশ্ব জুড়ে শিশুদের জন্য নানা জায়গায় কাজ করে। তারা এই বছর একটি থিম ঠিক করেছে। ইউনিসেফের এই বছরের থিম হল ‘প্রতিটি শিশুর অন্তর্ভুক্তি’। বিশ্বের বিভিন্ন দেশে অনেক শিশুই নানা সমস্যায় রয়েছে। সঠিক খাদ্য, বস্ত্র, বাসস্থান ও পড়াশোনার সুযোগ পাচ্ছে না। তাদের কথা ভেবে এই থিম নির্বাচন। এই থিমের মূল বক্তব্য হল সব শিশুকে তাদের মৌলিক অধিকারের সুযোগ দিতে হবে। তারা যাতে তাদের সুস্থ জীবনযাপন করতে পারে, তাও সুনিশ্চিত করতে হবে।

UNICEF এই বছরের সপ্তাহটির নাম রেখেছে ‘শিশু অধিকার সপ্তাহ’। আগের বছর বিভিন্ন কারণে ৫৮০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের জন্য সরব হয়েছে UNICEF । প্রতিটি শিশুর সুস্থ জীবনের অধিকার সুনিশ্চিত করাই বিশ্ব শিশু দিবসের লক্ষ্য।

ভারতে শিশু দিবস :

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru) মানুষের কাছে পরিচিত ছিলেন ‘চাচা নেহেরু’ (Chacha Nehru) নামে। তিনি ছোটদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসতেন।১৯৫৪ সালে ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। সেই দিনটিকে শিশু দিবস হিসেবে ভারতে পালিত হত । 

তবে ১৯৬৪ সালের ২৭ মে জওহরলাল নেহেরুর মৃত্য ঘটে।তাঁর শিশুদের প্রতি অগাধ স্নেহ ও ভালোবাসার জন্য তারই জন্মদিনে ১৪ নভেম্বরে সারা ভারত জুড়ে ভারতে পালিত হয় শিশু দিবস।

শিশু দিবসের গুরুত্ব:

এই বিশেষ দিনে শিশুদের সুরক্ষা ও অধিকার সম্পর্ক ও ভবিষ্যৎ সম্পর্কে সকলকে সচেতন করাই হল মূল উদ্দেশ্য। দেশের ভবিষ্যৎ গঠনে, শিশুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিশুরা যাতে সঠিক খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা পায়, তারা যাতে সঠিকভাবে,সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সেদিকে নজর দিতে হবে।

Leave a Comment