Cricket time out rull in Bengali: কি এই টাইমড আউট? কোনো বল না খেলেই আউট হলেন ম্যাথিউজ! ।চরম সমালোচিত শাকিবরা।

কোনো বল খেলার আগেই টাইমড আউট (time out) হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস(Angelo Mathieus)। ক্রিকেটের অদ্ভুত নিয়মের শিকার এই প্রথম ।

আজ বিশ্বকাপে(ICC Cricket World Cup 2023)বাংলাদেশ বনাম শ্রীলংকার (BAN VS SL) ম্যাচে এই অদ্ভুত ঘটনা ঘটলো।বাংলাদেশ অধিনায়ক শাকিব অল হাসানের আবেদনে আম্পায়ার এই আউট দেন।কোনো বল খেলার আগেই টাইমড আউট (timed out)হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬ বার টাইমড আউট হয়েছে।আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম।প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন এঞ্জেলো মাথিউজ ।

কেন আউট হলেন :

যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয় কিন্ত সেটিও নিরাপদ নয় । তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস।কিন্ত সময় অতিক্রম হওয়ায় আম্পায়ার বাংলাদেশ অধিনায়ক শাকিবের আবেদনে আউট দিতে বাধ্য হয়।আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ম্যাথিউস। আম্পায়ারের কাছেও ব্যাখ্যা চান পরে শাকিবের সাথে তর্কে জড়ান। এমনিতেই শ্রীলংকা – বাংলাদেশ ম্যাচ মানেই তর্ক বিতর্ক লেগেই থাকে।

কি এই টাইমড আউট (Cricket time out rull in Bengali):

এমসিসি (MCC) প্রনীত নতুন আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটার স্ট্রাইক নেবেন তাকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নেমেছেন তাকে আউট হতে হবে।’বিশ্বকাপের নিয়নে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউস এদিন অতিক্রম করে গেছেন দুটি নিয়ম।যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।অফিসিয়াল স্কোরার অনুসারে স্থানীয় সময় 15:49-এ সামারাবিক্রমা আউট হন আর ম্যাথিউস স্থানীয় সময় 15:54-এ টাইম আউট হন। মাঝখানে তিনি ৬ মিনিট সময় নিয়েছেন।তিনি অফিসিয়াল স্কোরার অনুযায়ী স্থানীয় সময় 15:50 এ ক্রিজে এসেছেন , কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন না।তাই আম্পায়ার আউট এর সিদ্ধান্ত দেন। কিন্ত এতে মাথিউজ সহ শ্রীলংকার কেউই খুশি হননি। অনেক ক্রিকেট প্রেমী এর সমালোচনা করেছেন। এমনিতেই শ্রীলংকা – বাংলাদেশ খেলা নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে থাকে।

অনেকেই বাংলাদেশের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। অনেকেই এর সমলোচনা করেছেন।সামাজিক যোগযোগমাধ্যম এক্সএ (আগে টুইটার) নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে স্টেইন সাকিবের এমন আবেদনের বিরোধীতা করে লিখেছেন, ‘বেশ, এটি মোটেও শোভনীয় (কুল) নয়।’

শ্রীলংকা বা বাংলাদেশ দুজনেই বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন। এই লড়াই মূলত নিয়ম রক্ষার। বিশ্বকাপের প্রথম ৮ টি টিম ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলবে। সেজন্য দুটি টিমই চাইবে প্রথম ৮ এ শেষ করতে।

Leave a Comment