Cricket World Cup Final 2023: 2003 এর বদলা নাকি আবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া?

Cricket World Cup Final 2023 :

খন শুধু অপেক্ষা। প্রস্তুত দুই পক্ষ – ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)।ভারত (India) না অস্ট্রেলিয়া (Australia) কার হাতে উঠবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ? তা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে তামাম ক্রিকেটবিশ্ব। ১২ বছর পর ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে কাজ করছে বাড়তি উত্তেজনা। স্কুল, কলেজ,অফিস,চায়ের দোকান, বাস, ট্রাম সব জায়গায় এখন একটাই আলোচনা ২০০৩ এর বদলা চাই। ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। আবারো সেই ভারত – অস্ট্রেলিয়া ফাইনাল।তবে এ বার রোহিত-বিরাটদের হাতে বিশ্বকাপ দেখার আশায় বুক বাঁধছে গোটা দেশ।এমনিতেই রবিবার ছুটির দিন। রবি-দুপুর জমবে ভারত -অস্ট্রেলিয়া মহারণ।

ভারতের শক্তি :

রোহিত শর্মার অধিনায়কত্ব ও রাহুল দ্রাবিড়ের কোচিং দুটো দিকে এখনো অবধি কোনো ফাঁক ফোকর খুঁজে পাওয়া যায়নি। বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত দশটি ম্যাচে দশটিতেই জিতেছে ভারত। তবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়া করার সময়ে আর সেমিফাইনালে সেই নিউজিল্যান্ডের কাছে একটা সময় মনে হয়েছে যে ভারত হারতেও পারে কিন্তু শেষ পর্যন্ত হারেনি।
ব্যাটিংয়ে রোহিত শর্মা অসাধারণ শুরু এবং পরে কোহলি,শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল নিজেদের কাজটা যথাযথভাবে করেন। রানের নিরিখে কোহলি সবার উপরে রয়েছে।
আর বোলারদের মধ্যে কখনো জসপ্রিত বুমরাহ উইকেট না পেলে সিরাজ পাচ্ছে। তারপর শামি তো আছেই। সেমিফাইনালে একাই ৭ উইকেট নিয়ে জয় এনে দিয়েছেন। ইতিমধ্যেই ২৩ উইকেট নিয়ে সবার উপরে রয়েছে।জাদেজা ও কুলদীপ মাঠে ব্যাটারদের স্পিনে ভেলকি দেখাচ্ছেন । ভারতীয় দলে কোনও ক্রিকেটারই অফ ফর্মে নেই।

অস্ট্রেলিয়ার শক্তি :

ওপেনার ওয়ার্নার এবং হেড দুজনেই মারাত্মক ফর্মে রয়েছেন। তারপর মিচেল মার্শ আছে। স্মিথ ফর্মে না থাকলেও ম্যাচ ধরে রাখতে জানেন। তাছাড়া শেষে ম্যাক্সওয়েল ও জোশ ইংলিশ গুরুত্ব পূর্ন রান করে দিচ্ছেন। ম্যাক্সওয়েল তো আফগানিস্তান এর সাথে ক্রিকেটের সেরা ইনিংস খেলেছেন। বোলার দের মধ্যে অধিনায়ক কামিন্স ছাড়াও, স্টার্ক, হ্যাজেলউড, জাম্পা তো আছেই। জাম্পা ২২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

সম্ভাব্য একাদশ:

ভারত :রোহিত শর্মা , শুভমান গিল , বিরাট কোহলি , শ্রেয়াস আইয়ার , কে এল রাহুল , সূর্যকুমার যাদব , রাবিন্দ্র জাদেজা , মোহাম্মদ শামি , জস্প্রিট বুমরাহ , মোহাম্মদ সিরাজ , কুলদীপ যাদব।

অস্ট্রেলিয়া :ডেভিড ওয়ার্নার , ট্রাভিস হেড , মিচেল মার্শ, স্টিভ স্মিথ , মারনাস লাবুসনে , ম্যাক্সওয়েল , জোশ ইংলিশ (wk), পাট কাম্মিনস (c), মিচেল স্টার্ক , অ্যাডাম জাম্পা , জোশ হাজলেউড

Leave a Comment