শনিবার জানা যায় বিশ্বকাপ(CWC 2023) থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)।আইসিসি(ICC) বিবৃতি দিয়ে হার্দিকের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে । বদলি ক্রিকেটার, সহ-অধিনায়ক(Vice Captain), টিম কম্বিনেশন কি হবে ইত্যাদি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে নানা প্রশ্ন।এতে অবশ্য স্বস্তি ভারতীয় ক্রিকেটের আর বাংলারও।
হার্দিক ছিটকে যাওয়ায় গত চার ম্যাচে অসাধারণ খেলেছেন বাংলার পেসার মহম্মদ শামি। চার ম্যাচে অসাধারণ বল করে ১৬ টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে ভারতের সফলতম বোলার হয়েছেন। শামির যা ফর্ম হার্দিক ফিরলে তাতে দল তাঁকে বসানোর সাহস দেখাবে না। ফলে প্রতিযোগিতার বাকি ম্যাচে শামি খেলবে।
হার্দিকের পোস্ট :
হার্দিক সমাজমাধ্যমে লেখেন, “ভাবতেই পারছি না যে আমি ⁸আর এ বারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাব। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সকলকে ধন্যবাদ। এই দলটা সকলকে গর্বিত করার ক্ষমতা রাখে। আমার তরফে ভালবাসা রইল।”
হার্দিকের বদলি কে হলেন :
হার্দিকের জায়গায় ভারতীয় দলে যোগ দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসিদ্ধ ভারতের হয়ে ১৭টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২৯টি উইকেট নিয়েছেন । ২৭ বছরের এই পেসারের অভিষেক হয় ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। শেষ এক দিনের ক্রিকেট খেলেছিলেন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনিও দীর্ঘ দিন চোটগ্রস্ত ছিলেন।চোট সারিয়ে বিশ্বকাপে সুযোগ পেলেন।
কেন প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নেওয়া হল:
ভারতীয় দলের কোচ দ্রাবিড় বলেন, ‘‘আমাদের রিজার্ভে তিন ধরনের পরিবর্ত ছিল। এক জন স্পিনের, এক জন ব্যাটার ও এক জন বোলিং অলরাউন্ডারের। আমরা ঠিক করেছিলাম, কোনও ক্রিকেটার চোট পেলে যাকে দরকার তাকেই পরিবর্ত হিসাবে নেওয়া হবে। দলের ভারসাম্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ ভারতীয় দলে হার্দিক ছাড়াও পেস বোলার অলরাউন্ডার শার্দূল ঠাকুর আছে । এরবিচন্দ্রন অশ্বিন স্পিনার-অলরাউন্ডার হিসেবে আছে। তাই এক জন বোলারকে নিয়েছে । দ্রাবিড় আরও বলেন, ‘‘শার্দূল আর অশ্বিন তো অলরাউন্ডার হিসাবে আছেই। তা হলে আর অলরাউন্ডার নিয়ে কী লাভ? সেই কারণেই পেস বোলার প্রসিদ্ধকে নেওয়া হয়েছে।’’
সহ অধিনায়ক কে হলেন :
কেএল রাহুলকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে । বোর্ডের এক কর্তা জানান , “বাকি বিশ্বকাপের ম্যাচের জন্য সহ-অধিনায়ক হিসাবে কেএল রাহুলকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়ে দিয়েছেন।” বিশ্বকাপে এত দিন রাহুল বিশেষজ্ঞ কিপার হিসাবে বোলারদের বৈঠকে হাজির হতেন। এ বার থেকে বোলারদের পাশাপাশি ব্যাটারদের বৈঠকেও তিনি থাকবেন । দল পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তার মত থাকবে। অনেকে ভেবেছিলেন, যশপ্রীত বুমরাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। চলতি বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন রাহুল। ব্যাট হাতে যেমন মিডল অর্ডারে এসে দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন, তেমনই স্টাম্পের পিছনেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে সব সিদ্ধান্ত তারই ।শ্রীলঙ্কা ম্যাচে দু’টি ডিআরএস নিয়েছেন দুটোই সঠিক । রোহিতও বলে দিয়েছেন, ‘ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত তিনি রাহুলের উপরেই ছেড়ে দিয়েছেন’।
হার্দিকের হটাৎ ছিটকে যাওয়ার কারণ:
বল করা শুরু করেও কেন হার্দিক ছিটকে গেলেন তাও জানা গেছে । সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা বলেছেন, “আগেই বলা হয়েছিল হার্দিকের সামান্য পেশি ছিঁড়েছে। কিছু দিন আগেই ও অনুশীলন শুরু করে দিয়েছিল। কিন্তু হটাৎ ওর বাঁ পায়ের গোড়ালি ফুলে যায়। এই চোট নিয়ে সাবধানে এগোতে হবে। বৃহস্পতিবার থেকে ওর পা ফুলতে শুরু করছে। যতক্ষণ না সেটা কমবে, ততক্ষণ অনুশীলনও করতে পারবে না।” নতুন করে পা ফোলার পর থেকেই বোঝা গিয়েছিল, বিশ্বকাপের পরের ম্যাচেও হার্দিকের খেলা সম্ভব নয়। কারণ এই চোট সারতে সময় লাগবে। ঠিক কত দিন, তা এখনই বলা যাচ্ছে না। তাই এই বদলি “
এবারের বিশ্বকাপে ভারতের এখনও অবধি যা পারফরমেন্স তাতে ভারতই বিশ্বকাপ জিতবে বলে বিশেষজ্ঞদের ধারণা।