Dinesh Fadnish death news : প্রয়াত cid খ্যাত ফ্রেডি ওরফে দীনেশ ফাঁদনীশ!

Dinesh Fadnish death news : একসময় সোনি টিভির জনপ্রিয় ‘সিরিয়াল’ CID-এর অফিসার ফ্রেডরিক্স (fredrics) বা ফ্রেডির (fredi) ভূমিকায় অভিনয় করতেন দীনেশ ফড়নিশ। উত্তেজনা পূর্ণ প্রোগ্রামের মাঝে সবাইকে হাসিয়ে রাখতেন। তিনি আর আমাদের মধ্যে নেই।

wbkhabar.com:  প্রয়াত CID খ্যাত ফ্রেডি ওরফে দীনেশ ফাঁদনীশ! সিআইডি (CID) খ্যাত জনপ্রিয় অভিনেতা ফ্রেডি ওরফে দীনেশ ফড়নিশ (Dinesh Phadnis Passes Away) আজ প্রয়াত হলেন। যার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দীনেশ ফড়নিশ।

কে এই ফ্রেডি বা দীনেশ ফড়নিশ (who is Dinesh Fadnish)

একসময় সোনি টিভির জনপ্রিয় ‘সিরিয়াল’ CID-এর অফিসার ফ্রেডরিক্স বা ফ্রেডির ভূমিকায় অভিনয় করতেন দীনেশ ফড়নিশ। উত্তেজনা পূর্ণ প্রোগ্রামের মাঝে সবাইকে হাসিয়ে রাখতেন। 2 নভেম্বর 1966 তিনি বিহারে জন্ম গ্রহণ করেন আর 5 ডিসেম্বর 2023 মুম্বাইতে তিনি 57 বছর বয়েসে মারা যান। পরিবারে (fredi’s family) তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সকলের প্ৰিয় ফ্রেডি আর যে আমাদের মধ্যে নেই। এটা ভাবা যায় না।

কিভাবে মারা যান :

গত রবিবারই শোনা যায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি অসুস্থতার কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছিলেন কয়েকদিন ধরে। তবে শেষরক্ষা করা গেল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে, সবাইকে কাঁদিয়ে সোমবার মধ্য রাত ১২.০৮ মিনিটে কন্দিভলির থুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় বয়স (fredi age) হয়েছিল 57 বছর।

হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। বিশেষত, লিভার বিকল হয়ে গিয়েছিল। সেজন্যই তিনি মারা যান। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৫ ডিসেম্বর, সোমবার । ‘CID’-র সকল কলাকুশলীরা আপাতত অভিনেতার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ।

CID তে অভিনয়:

২০ বছর ধরে সোনি টিভি (Sony TV) তে চলছিল ধারাবাহিক CID। এই ‘সিআইডি’ তে অভিনয়ের জন্য জনপ্রিয় হন ফ্রেডি। বিশেষ করে, যে সব দর্শকেরা গোয়েন্দা গল্প পড়তে, দেখতে ভালোবাসে। রহস্য, রোমাঞ্চ, খুন, ডাকাতি, ছিনতাই দেখতে পছন্দ করে। তারা কোনোদিন ভুলবে না এই অফিসার ফ্রেডিকে।

এসইপি (SEP) স্যার প্রধূমান, দয়া, অভিজিৎ, ডাক্তার স্যালুঙ্ক এবং অফিসার ফ্রেড্রিক্সকে মানুষ সারাজীবন মনে রাখবে। অসাধারণ অভিনয় দিয়ে তিনি একদিকে যেমন তাঁর ছিল জটিল কেস সমাধান করার ক্ষমতা রাখতেন।তেমনই আবার টিমের মেজাজ হালকা রাখতে কমেডি তেও তাঁর জুড়ি মেলা ভার। বিভিন্ন অপ্রাসঙ্গিক কাজে যেমন বকুনি জুটত তাঁর কপালে, তেমনই কখনও এসিপি প্রধূমানের সামান্য প্রশংসা পেলেই তিনি গলে জল হয়ে যান।

অভিনয় জীবন:

১৯৯৮ থেকে ২০১৮ পর্যন্ত টানা ২০ বছর তিনি cid তে অভিনয় করে গিয়েছেন। ছোটপর্দায় চলা অন্যতম দীর্ঘ শোগুলির মধ্যে এটি একটি । অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী এই ধারাবাহিক ছাড়লেও দীনেশ ফাঁদনিস (Dinesh Fadnish) সহ দয়ানন্দ শেট্টি (Dayananda Shetti), শিবাজি সত্যম (Shivaji Satyam) ও আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava) ২০ বছর এই শোয়ের সাথে যুক্ত ছিলেন। শুধু সিআইডি নয়, জনপ্রিয় শো ‘তারাক মেহতা কি উল্টা চশমা’ (Tarok Mehta Ki Ulta Chasma) তেও তিনি অভিনয় করেছিলেন। এছাড়া তিনি সারফরোশ , মেলা, অফিসার সিনেমাতেও অভিনয় করেছেন।

লেখক দীনেশ :

অভিনয়ের পাশাপাশি তিনি লিখতেনও। CID এর অনেক গল্প তার হাতেই লেখা। এছাড়া আনেক মারাঠি সিনেমার গল্পও (story) লিখেছেন।

Leave a Comment