IPL Auction 2024 player retention : Hardik Pandya মুম্বাইতে ফিরলো ? দেখে নিন কাকে কাকে ছাড়লো দলগুলি!

IPL Auction 2024 player retention : জল্পনার অবসান। আইপিএল ২০২৪-এর নিলামের (IPL Auction 2024) আগে ট্রেড উইন্ডোর (IPL Player Retention) আজ শেষ দিন। Hardik Pandya কোন দলে গেল? শেষ দিনে দল গুছিয়ে নেওয়ার কাজ শেষ করেছে সব ফ্র্যাঞ্চাইজি গুলি। রবিবার ২৬ সে নভেম্বর জানা গেলো কোন কোন ক্রিকেটারদের ২০২৪ মরশুমের জন্য ধরে রাখছে দলগুলি।

জল্পনা :

আইপিএল ২০২৪ নিয়ে জল্পনার শেষ নেই। এবার বিরাট দলবদলের সম্ভাবনা রয়েছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জোফ্রা আর্চার, আদিল রশিদ, বেন স্টোকস, জোশ হ্যাজেলউড, শারদুল ঠাকুর, সাহবাজ আহমেদ, হাসারঙ্গা, শাকিব এর মতো ক্রিকেটার দের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবার খেলবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। আগের বার হাঁটুর চোট নিয়েও খেলেছিল। যদিও IPL এর পর অস্ত্রপ্রচার করে এখন অনেক ফিট। তবুও দীর্ঘদিন খেলার মধ্যে নেই তাই কতটা ফর্মে আছে সেটাই দেখার।

দল বদলের সবচেয়ে চর্চিত নাম হার্দিক পান্ডিয়া। শোনা যাচ্ছে ট্রেড করে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এ ফিরছেন হার্দিক। শুভমান গিলকে (Subhman Gill) ক্যাপ্টেন (Captain ) করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় GT এর পোস্ট জল্পনা আরও উস্কে দিয়েছে। রোমারিও শেপার্ডকে ট্রেড করে দলে নিয়েছে মুম্বাই। এছাড়া আবেশ খানকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। দেবদূত পাদ্দিকাল এর সাথে আবেশ খানকে বদল করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

দেখে নিন রিটেনশন লিস্ট (IPL Player Retention 2024):

Royal Challengers Bengaluru :

T20 তে সাড়া জাগানো ওয়ানিন্দু হাসারাঙ্গাকে এবার ছেড়ে দিয়েছে। RCB মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে । ওয়ানিন্দু হাসারাঙ্গা সহ হার্ষাল প্যাটেল, জোশ হেজেলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদবকে ছেড়ে দিয়েছে।

Mumbai Indians :

  1. চোট প্রবন জোফরা আর্চারকে এবার ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।মনে করা হচ্ছিলো হার্দিককে এবার ট্রেড করবে তারা। কিন্ত তা হয়নি। গুজরাট তাকে ছাড়েনি।অনেক নাটকের পর জানা যায় হার্দিক মুম্বাইতে ফিরেছে।মুম্বই মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে । জোফ্রা ছাড়াও তারা রিলিজ করেছে আর্শাদ খান, রমনদীপ সিং, হৃত্বিক শোকিন, রাঘব গোয়েল, ত্রিস্তান স্টবস, ডুয়ান জানসেন, ঝই রিচার্ডসন, রিইলি মেরেডিথ, ক্রিস জর্ডন ও সন্দীপ ওয়ারিয়রকে।

Gujrat Titans :

জল্পনার অবসান ঘটিয়ে হার্দিককে ধরে রাখতে পারলো না গুজরাট।ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সহ গুজরাট ছেড়ে দেয় স্কোয়াডের ৮ জন ক্রিকেটারকে। বাদ পড়েন যশ দয়াল, কেএস ভরত, শিবম মাভি, উর্ভিল প্যাটেল, প্রদীপ সাঙ্গওয়ান, ওডিন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শানাকা।

Lakhnow Super Giant:

লখনউ সুপার জায়ান্টস স্কোয়াডের ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দেয়। তারা রিলিজ করে জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামস, মনন ভোরা, স্বপ্নিল সিং, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ সেজ ও করুণ নায়ারকে।

Sunrigers Hydrabad :

আদিল রশিদকে ছেড়ে দিল হায়দরাবাদ।
এছাড়া আরও ৬ জনকে রিলিজ করেছে তারা।সানরাইজার্স হায়দরাবাদ রিলিজ করে হ্যারি ব্রুক, সামর্থ ব্যাস, কার্তিক ত্যাগী, বিব্রান্ত শর্মা, আকিল হোসেন ও আদিল রশিদকে।

Kolkata Knight Riders :

মোট ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলেছে কেকেআর(KKR)। স্কোয়াডের মোট ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর। বাদ পড়লেন শাকিব আল হাসান, লিটন দাসের মতো ক্রিকেটার। এছাড়া আর্য দেশাই, ডেভিড ওয়াইজ, নারায়ণ জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লসকেও রিলিজ করেছে।

Delhi Capitals :

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সহ ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস।
দিল্লি দল থেকে বাদ পড়েন রিলি রুসো , চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমন খান ও প্রিয়ম গর্গ।

Punjab Kings :

বাদ পড়লেন পঞ্জাবের মারকুটে শ্রীলংকার রাজাপক্ষে। পাঞ্জাব কিংস স্কোয়াড থেকে ছেড়ে দেয় মোট ৫ জন ক্রিকেটারকে। তারা ছেড়ে ফেলেছে শ্রীলঙ্কার আগ্রাসী উইকেটকিপার-ব্যাটার ভানুকা রাজাপক্ষেকে। এছাড়াও বাদ পড়েছে মোহিত রথী, বলতেজ ধান্দা, রাজ বাওয়া, শাহরুখ খানকে।

Rajasthan Royals :

রুট-হোল্ডার সহ রাজস্থান রয়্যালস স্কোয়াডের মোট ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দেয়। তারা রিলিজ করে জো রুট, আবদুল বসিত, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ট, কুলদীপ যাদব, ওবেদ ম্যাককয়, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফকে।

ICC World Cup Cricket 2023 ভারত হারলো কেনো? জানুন কারণ

Chennai Super Kings :

চেন্নাই ৮ জনকে ছেড়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, আম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংকে। আরও একটি বিষয় নিশ্চিত হয়ে গেল যে, ২০২৪ আইপিএলেও (IPL 2024) মাঠে নামবেন ধোনি। বেন স্টোকস IPL থেকে নাম সরিয়ে নিয়েছে আর রায়াডু ক্রিকেট থেকে অবসর ঘোষনা করে দিয়েছে।

Leave a Comment