Madhyamik Bengali Suggestion 2024: দশম শ্রেণীর দুটি প্রবন্ধ ( হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান ) এবং গল্প (সিরাজদৌল্লা) থেকে গুরুত্বপূর্ন কিছু প্রশ্ন দেওয়া হলো।
- প্রবন্ধের প্রশ্নের মান -৫ (দুটি প্রবন্ধ থেকে একটি করে দুটি প্রশ্ন থাকবে। যেকোনো একটি করতে হবে )
- গল্পের প্রশ্নের মান -৪ (গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে যেকোনো একটি করতে হবে)
Madhyamik Bengali Suggestion 2024
প্রবন্ধ প্রশ্ন :
হারিয়ে যাওয়া কালি কলম
১. ‘ জন্ম নিল ফাউন্টেন পেন’।— ফাউন্টেন পেনের স্রষ্টা কে ? বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন ? ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি সংক্ষেপে লেখো । ১+১+৩
২. ‘আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা’।— ‘আমার’ বলতে কার কথা বোঝানো হয়েছে ? তাঁর ফাউন্টেন কেনার অভিজ্ঞতা বিবৃত করো। ১+৩
৩. ‘আমরা কালিও তৈরি করতাম নিজেরাই’- কালি তৈরির পদ্ধতিটি লেখ। ৫
৪. ‘আশ্চর্য , সবই আজ অবলুপ্তির পথে।’ — কোন্ জিনিস আজ অবলপ্তির পথে। এই অবলুপ্তির কারণ কী ছিল? ১+৪
৫. ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য’– কলম কাদের কাছে অস্পৃশ্য ? অস্পৃশ্য হওয়ার কারণ লেখো। ১+৪
বাংলা ভাষায় বিজ্ঞান :
৬. ‘বাংলা ভাষায় বিজ্ঞান’- রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। ৫
৭. ‘এই ধারণা পুরোপুরি ঠিক নয়।’- কোন ধারণা? এই ধারণা পুরোপুরি ঠিক নয় কেন? ১+৪
৮. ‘এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।’ — ‘ কোন দোষের কথা বলা হয়েছে ? লেখক যে দোষের কথা বলেছেন তা লেখো। ১+৪
আরও দেখুন : মাধ্যমিক ২০২৪ বাংলা গদ্যের ৫ নং এর প্রশ্ন
গল্প :
সিরাজউদৌল্লা
১. ‘জাতির সৌভাগ্য – সূর্য আজ অস্তাচলগামী’ — কোন্ জাতির কথা বলা হয়েছে ? তার সৌভাগ্য – সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কী ? ১+৩
অথবা , ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা’ — বক্তা কে? বক্তার এমন উক্তির কারণ কী ? ১+৩
২. ‘সিরাজদ্দৌলা ‘ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র – বৈশিষ্ট্য আলোচনা করো। ৪
৩. “…. তাই আজও তার বুকে রক্তের তৃষা । জানি না , আজ কার রক্ত সে চায় । পলাশি , রাক্ষসী পলাশি!” — পলাশিকে রাক্ষসী বলা হয়েছে কেন?৪
৪. “মনে হয় , ওর নিশ্বাসে বিষ , ওর দৃষ্টিতে আগুন , ওর অভা সম্মালনে ভূমিকম্প!” — ‘ ওর ’ বলতে কাকে বোঝানো হয়েছে ? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো ।১+৩
৫.বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না । —কার কাছে , কার এই অনুরোধ ? এই অনুরোধের কারণ কী ?১+১+২
৬. “কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা” – কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কী ? ১+৩
৭. “এইবার হয়ত শেষ যুদ্ধ!” – কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা কেন শেষ যুদ্ধ বলেছেন? ১+৩
৮. ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে ঘসেটি বেগম স্বার্থান্বেষী , প্রতিহিংসাপরায়ণ , যুগোপযোগী এক বাস্তব নারীচরিত্র’ – মন্তব্যটি বিচার করো। ৪
৯. “বাংলা শুধু হিন্দুর নয় , বাংলা শুধু মুসলমানের নয় —মিলিত হিন্দু – মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”- কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে ? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ? ১+৩
অথবা , “বাংলা শুধু হিন্দুর নয় , বাংলা শুধু মুসলমানের নয় – মিলিত হিন্দু – মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”— উক্তিটির মাধ্যমে বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতিবোধের পরিচয় দাও। ৪