Onion price: পিঁয়াজের দাম কবে কমবে? নাকি আরো বাড়বে? বেশি কেনার আগে জেনে নিন।

গত সপ্তাহে কলকাতা এবং বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম(Onion price) ছিল প্রতি কেজি ৪০ টাকা। কিন্তু এ সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। শহরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন অঞ্চলের পেঁয়াজের দাম। উৎসবের মুখে পেঁয়াজের এভাবে দাম বাড়া মধ্যবিত্তদের সমস্যায় ফেলেছে।
জানা যাচ্ছে মাদ্রাজ, রাজস্থান যেখান থেকে পেঁয়াজ মূলত আসতো বৃষ্টির জন্য এ বছর প্রচুর নষ্ট পেঁয়াজ হয়েছে। উৎপাদন কম হওয়ার কারণে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। তাই অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বেড়েই চলেছে।
আজকের দিনে নন্দীগ্রামে ৬৫ টাকা কেজি, ডায়মন্ড হারবারে 75 টাকা কেজি, বসিরহাটে ৭০ থেকে ৮০ টাকা কেজি, কোচবিহারের ৭০ টাকা, মালদা দুই দিনাজপুর এবং নদীয়ায় ৭০ থেকে ৮০ টাকা কেজি।
টানা বৃষ্টি জেরে এ রাজ্য পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় বর্ষাকালীন পেঁয়াজ উৎপাদনে অনেক ক্ষতি হয়েছে।
কেন্দ্র সরকার পেঁয়াজের দাম বেঁধে দেওয়া দিল্লির বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকা। তবে আমদানি না হলে এই দাম আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেঁয়াজ ছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের অত্যাধিক মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকা1রে কেন্দ্রের উপভোক্তা সচিব রোহিত কুমার সিং বলেন, “অগাস্টের মাঝামাঝি থেকে আমরা স্টকে থাকা পেঁয়াজ বাজারে ছাড়ছি এবং খুচরো বিক্রি বাড়াচ্ছি।’
আগস্টের মাঝামাঝি থেকে প্রায় ২২ টি রাজ্যের বিভিন্ন অঞ্চলে বাজারে প্রায় ১.৭ লক্ষ টন পেঁয়াজ ছাড়া হয়েছে। কেন্দ্র নির্ধারিত প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য ৮০০ ডলার। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই দাম ধার্য থাকবে।

Leave a Comment