Why did India lose worldcup 2023? কেন হারলো ভারত! জানুন কারণ

Why did india lose Worldcup 2023?  আরও একবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার দোরগোড়ায় পৌঁছে ছিল ভারত। কিন্তু সেই স্বপ্ন আর সত্য হলো না। ১২ বছর পর গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এ রবিবারের ভারত এবং অস্ট্রেলিয়া (india vs Australia )ফাইনালে অস্ট্রেলিয়া ব্যাট, বল, ফিল্ডিং এ দাপট দেখিয়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ বারের মত বিশ্বকাপ শিরোপা জিতল অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হেরে লীগ টেবিলের শেষে থাকা অজিরা বিশ্বকাপ জিতে নিলো। ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে এলেও ব্যাট বল সবদিক দিয়েই ব্যর্থ হয়েছে। বাউন্ডারি না পাওয়া, বোলিংয়ে আগুনে স্পেল করতে না পারার মাসুল গুনতে হয়েছে । ভারতের এভাবে হারের পিছনে যে কারণ গুলি রয়েছে…..

১) টস হারা :

টস হেরে ভারত অনেকটাই পিছিয়ে যায়।দিনের শুরুটা নাকি বাকি দিনের কথা জানান দেয়। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভাবা হয়েছিল ফিল্ডিং করে অস্ট্রেলিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্ত অস্ট্রেলিয়াই ঠিক ছিলো।ভারত ব্যাট করার সময় পিচ প্রচণ্ড মন্থর এবং শুকনো ছিল তাই বল দেরিতে ব্যাটে আসছিল। রান করাও কঠিন হয়ে পড়েছিল। ভারত টুর্নামেন্ট এ প্রথম বারের মতো অল আউট হয়। মাত্র ২৪০ রানে অল আউট হয়। সন্ধ্যার পর শিশির পড়তে পিচের ভোল বদলায়। আর তাকেই কাজে লাগায় অস্ট্রেলিয়া।

২) বাউন্ডারি না দেওয়া:

পুরো ম্যাচেই বাউন্ডারির খোঁজ চালিয়েছেন ভারতের ব্যাটাররা। ম্যাচে মোট ৩৫ ওভার কোনো বাউন্ডারি পায়নি ভারত। বিরাট কোহলি আর রোহিত শর্মা যখন খেলছিল তখন অনায়াসে বাউন্ডারি এসেছিলো। কিন্তু রোহিত তারপর শ্রেয়াস পর পর আউট হওয়ার পর অনেকটাই পিছিয়ে পড়ে ভারত। কোহলি আর লোকেশ রাহুল ক্রিজে অনেক সময় থাকলেও বাউন্ডারির দেখা পাননি।অস্ট্রেলিয়ার বোলাররা তাদের উপর চাপ ফেলেছিলো।

৩)মিডল অর্ডার ব্যর্থতা :

পুরো বিশ্বকাপে সেভাবে পরীক্ষিত হয়নি ভারতের মিডল এবং লোয়ার মিডল অর্ডারে। ফাইনালেই তাদের বড় পরীক্ষার মঞ্চ। আর তাতেই যেন ব্যর্থ। শ্রেয়াস ও সূর্যকুমার ও জাদেজা আরও একবার ব্যর্থ হয়েছেন। শ্রেয়াস আগের কয়েকটি ম্যাচে রান করলেও বড়ো ম্যাচে ম্যাচে হতাশ করেছেন।সফলতা পাননি রবীন্দ্র জাদেজাও। ফাইনালে মোটে ৯ রান করেন। সূর্যের রান ছিল ১৮। শ্রেয়াস করেন মাত্র ৪ রান ।

৪) অস্ট্রেলিয়ার দুর্দান্ত ফিল্ডিং:

অস্ট্রেলিয়ার ফিল্ডিং দুর্দান্ত বললেও কম হবে। ভারতের কমপক্ষে ৪০-৪৫ রান বাঁচিয়েছে। অতিরিক্ত রান দিয়েছে মোটে ১২। বিশেষ করে হেড এর রোহিত শর্মার নেওয়া ক্যাচটা অসামান্য ছিল।কিন্তু ভারতের ফিল্ডাররা অনেকটাই বাজে ফিল্ডিং করেছেন ।

৫) ষষ্ঠ বোলার না থাকা :

সাত ওভারে ৪৭ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩টি উইকেট পড়ে যাওয়ার পর ভারত যেন আচমকাই হারিয়ে যায়। ষষ্ঠ বোলার না থাকার কারণে ভারত অস্ট্রেলিয়াকে কোনোভাবেই চমকাতে পারেনি । হেড আর ল্যাবুশেনকে সমস্যায় ফেলতে কিছুই করা যায়নি।সুর্য কুমারকে বসিয়ে অশ্বিন কিংবা শারদুল ঠাকুরকে খেলানো যেতো। যারা ব্যাট ও বল দুটোই করতে পারতো।

৬) খারাপ ক্যাপ্টেন্সি :

সারা টুর্নামেন্ট সিরাজ এবং বুমরাহ ওপেনিং বোলিং করলেও ফাইনাল ম্যাচে সিরাজের বদলে শামি বল করতে আসে। অথচ শামির অসামান্য পারফরমেন্স শেষের দিকে। প্রথমে একটা উইকেট পেলেও তারপর আর প্রভাব ফেলতে পারেনি। সিরাজকে পুরো ম্যাচেই যেন লুকিয়ে রাখতে চেয়েছেন রোহিত।

Leave a Comment